নরসিংদী জেলা আইন- শৃঙ্খলাবাহিনীর মাসিক সভা অনুুষ্ঠিত হয়েছে।
খন্দকার সেলিম রেজা
প্রতিনিধি মনোহরদী উপজেলা
পূর্ব নির্ধারিত কর্মসূচীর অংশ হিসাবে নরসিংদী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে,জেলা প্রশাসক- নরসিংদীর আয়োজনে ২৩ শে নভেম্বর বৃহস্পতিবার নরসিংদী জেলার আইন- শৃঙ্খলা বাহিনীর মাসিক সভা ও পরে একই স্থানে শহীদ বুদ্ধিজীবী দিবস এবং মহান বিজয় দিবস-২০২৩ উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুুষ্ঠিত হয় উক্ত সভা গুলোতে সভাপতিত্ব করেন,নরসিংদী জেলার মান্যবর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট,জনাব ড.বদিউল আলম।এ সময় সভাপতির বক্তব্যে তিনি, যথাযথ দায়িত্ব পালন করায় আইন-শৃঙ্খলাবাহিনীকে ধন্যবাদ জানান এবং পরবর্তীতে করণীয় সম্পর্কে দিক-নির্দেশনা প্রদান করেন।এ ছাড়াও সভায় উপস্থিত ছিলেন,নরসিংদী জেলার সম্মানিত পুলিশ সুপার, মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম সহ জেলা প্রশাসকের কার্যালয় ও জেলা পুলিশের কার্যালয়ের উর্ধ্বতন কর্মকর্তা,কর্মচারীবৃন্দ।