সাভারে বাস চাপায়, নারী পুলিশ সদস্য নিহত।
স্টপ রিপোর্টার অভি খায়রুল ইসলাম।
ঢাকা, সাভারের হেমায়েতপুরে সেলফি পরিবহন বাস চাপায় আফসানা আক্তার (২২) নামের এক নারী পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। এঘটনায় নিহতের স্বামীও আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
বৃহস্পতিবার (২৩ নভেম্বর) বিকেল ৩টার দিকে হেমায়েতপুর একে এইচ গার্মেন্টস এর সামনে ঢাকা- আরিচা মহাসড়কে এ দূর্ঘটনা ঘটে।
নিহত আফসানা আক্তার উত্তরা আর্মড পুলিশ ব্যাটালিয়ান (এপিবিএন-১১) এর সদস্য ছিলেন। তবে তার বিস্তারিত পরিচয় ও স্বামীর নাম পরিচয় পাওয়া যায় নি।
হাইওয়ে পুলিশ জানায়, রাজধানীর উত্তরা থেকে ডিউটি শেষ করে স্বামীর সাথে মোটরসাইকেল যোগে বোনের বাসা হেমায়েতপুরের উদ্দেশ্যে রওনা করেন তিনি। হেমায়েতপুর বাস স্ট্যান্ড এলাকায় পৌছলে সেলফি পরিবহনের একটি দ্রুত গতির বাস পিছন থেকে ধাক্কা দেয়। এসময় ওই পুলিশ সদস্য ছিটকে পড়লে বাসটি তাকে চাপা দেয়। ঘটনাস্থলেই তিনি মারা যান। খবর পেয়ে ঘাতক বাসটি আটক করে পুলিশ। তবে ততক্ষণে বাসের চালক ও চালকের সহকারী পালিয়ে যায়।
সাভার হাইওয়ে থানার পরিদর্শক (ওসি) শেখ আবুল হাসান বলেন, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। একই সাথে ঘাতক বাসটিকে জব্দ করা হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।