নরসিংদী মডেল থানা ও ইউনিয়ন পরিদর্শন করলেন জেলা প্রশাসক।
খন্দকার সেলিম রেজা
প্রতিনিধি মনোহরদী উপজেলা
পূর্ব নির্ধারিত কর্মসূচীর অংশহিসাবে শিলমান্দী ইউনিয়ন পরিষদ ও নরসিংদী মডেল থানা পরিদর্শন করেন নরসিংদী জেলার,জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব ড.বদিউল আলম।শিলমান্দী ইউনিয়ন পরিষদ পরিদর্শনকালে তিনি পরিষদ চত্বরের পরিষ্কার- পরিচ্ছন্নতার বিষয়টি নজরে আনেন ও উপযুক্ত ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করেন ও নরসিংদী মডেল থানা পরিদর্শনকালে তিনি যেসব জব্দকৃত যানবাহনের মামলা নিষ্পত্তি হয়েছে সেগুলোকে দ্রুত নিলামে দেওয়ার নির্দেশনা প্রদান করেন এবং থানা চত্বরের নিরাপত্তা বিধানে দেওয়াল উঁচুকরণ সহ বেশ কিছু পর্যবেক্ষণ প্রদান করেন।