মেহেরপুরের পিরোজপুরে বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত
মেহেরপুর প্রতিনিধি ঃ মেহেরপুরের পিরোজপুর সোনাপুর দারুল উলুম কওমি মাদ্রাসার এতিমখানা ও বিল্লাহ বোডিং এর উদ্যোগে ১৪ তম বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বাদ আসর মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর ইউনিয়নের সোনাপুর মাদ্রাসা প্রাঙ্গণে এ ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়।
সোনাপুর দারুল উলুম কওমি মাদ্রাসার সভাপতি আলহাজ্ব ইব্রাহিম মল্লিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল সামাদ বাবলু বিশ্বাস।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, মাওলানা মুফতি নাঈমুজ্জামান সিদ্দিকী(রাজশাহী)।
দ্বিতীয় বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, মুফতি সালিম আশরাফ দোহারী।
বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন, মাওলানা মুফতি জসীম উদ্দিন।
এছাড়াও এসময় ইউপি সদস্য ইসলামদার মোহাম্মদ বিপ্লব, সাবেক ইউপি সদস্য মোঃ মামলত মন্ডল,জইরুল ইসলাম,আলি মোহাম্মদ শাহজালাল, মোঃ মইনুল হোসেন, মোঃ সিরাজ, মোঃ হোসেন আলী, ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ কুতুব উদ্দিন বিশ্বাস, সাংবাদিক মোঃ শাহাবুল প্রমুখ উপস্থিত ছিলেন।