দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ে ছাই হয়ে গেছে কৃষকের স্বপ্ন
স্টাফ রিপোর্টার ঃ অভি খায়রুল ইসলাম
লালমনিরহাট হাতীবান্ধা উপজেলার ফকিরপাডা জোড়া দিঘি দালাল পাড়া এলাকার রফিকুল ইসলামের বাড়িতে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ে ছাই হয়ে গেছে কৃষকের স্বপ্ন।
বাড়ির পাশে পালা দিয়ে রাখা পাকা ধানে কে বা কারা আগুন লাগিয়ে দেয়।
বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানিয় সুত্রে জানা যায়,
রফিকুল ইসলাম জমি থেকে পাকা ধান কেটে মাড়াই করার জন্য বাড়ির পাশে পালা দিয়ে রাখেন।
সারাদিন ধানের কাজ শেষে রাত ১২টায় ঘুমিয়ে পড়ে।
হঠাৎ ভোর ৫ টার দিকে মানুষের চিৎকারে ঘুম ভেঙে গেলে দেখতে পাই,
কে বা কারা ধানের পালায় আগুল লাগিয়ে দিয়েছে।
সেই আগুন দেখতে
সকাল থেকেই ধানের স্তুপে ভিড় করেন স্থানীয়রা।
হাতীবান্ধা ফায়ার সার্ভিসের কর্মিগন ঘটনা স্থানে উপস্থিত হয়ে আগুন নেভাতে সক্ষম হয়। হাতীবান্ধা ফায়ার সার্ভিস এর স্টেশন অফিসার
মনির হোসেনের কাছে ঘটনার বিষয়ে জানতে চাইলে তিনি বলে। ফকিরপাডা জোড়া দিঘি দালাল পাড়া এলাকার রফিকুল ইসলামের বাড়িতে অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
আমাদের টিম সেখানে উপস্থিত হয়ে আগুন নেভাতে সক্ষম হই।