এবার নৌকার মনোনীত এমপি হয়ে জনগণের সেবা করতে চান প্রশান্ত কুমার রায়
শহীদুল ইসলাম রুবেল,
নেত্রকোণা জেলা প্রতিনিধি :
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোণা-বারহাট্টা-২ আসনের আওয়ামী লীগ থেকে মনোনয়ন প্রত্যাশী আলোচিত সাবেক ছাত্রনেতা, বিএনপি জামায়াত জোট সরকারের আমলে কারাগারে নির্যাতনের শিকার জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি, সাবেক পৌর মেয়র, সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান, নেত্রকোণা জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব ও বর্তমান জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি প্রশান্ত কুমার রায়।
তৃণমূল পর্যায়ের সাধারণ ভোটার ও কর্মীরা জানান, আওয়ামী লীগের দুঃসময়ের লড়াকু সৈনিক ও ত্যাগী নেতা হিসেবে প্রশান্ত কুমার রায়ের বিকল্প নাই। আওয়ামী লীগের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এবং স্মার্ট বাংলাদেশ বির্নিমাণের ক্ষেত্রে প্রশান্ত কুমার রায়ই একমাত্র যোগ্য ব্যক্তি।
সাধারণ ভোটাররা মনে করেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি তাদের অগাধ বিশ্বাস দুর্দিনে আওয়ামী লীগের নিবেদিত বিপ্লবী নেতা প্রশান্ত রায়কে মনোনয়ন দেবেন। যার কাছে নেত্রকোণার মাটি, মানুষ ও রাজনীতি নিরাপদ। নতুন মুখের গুঞ্জনে আলোচনায় মনোনয়ন যুদ্ধে যখন সাধারণ মানুষের আগ্রহ বেশি তখন গোয়েন্দা সংস্থাগুলো গুরুত্ব সহকারে প্রশান্ত কুমার রায়ের বিভিন্ন ধরনের তথ্য সংগ্রহের তৎপরতাও দেখা গেছে।
মঈন উদ্দিন কর্তৃক তৎকালীন বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনার গ্রেপ্তারের পর তার মুক্তির দাবিতে আন্দোলন করেছেন। দুঃসময়ের ত্যাগী, সাবেক ছাত্রনেতা প্রশান্ত কুমার রায় ২০১১ সালের ১৭ই জানুয়ারি নেত্রকোণা সদর পৌরসভায় প্রত্যক্ষ ভোটে মেয়র নির্বাচিত হন।
নেত্রকোণা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন ও বর্তমানে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। নেত্রকোণা জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে ৫ বছর, জেলা পরিষদের প্রশাসক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। সন্ত্রাস, জঙ্গিবাদ, রাজাকার, আলবদর যুদ্ধাপরাধী ও বঙ্গবন্ধুর হত্যাকারীদের বিচারের দাবিতে সরব ছিলেন তিনি। বিগত জাতীয় সংসদ নির্বাচন থেকে শুরু করে নেত্রকোনা জেলার বিভিন্ন উপজেলা পরিষদ, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার পক্ষে বিজয়ের লক্ষ্য নিয়ে মাঠে কাজ করেছেন শেখ হাসিনার পরীক্ষিত এ নেতা। নেত্রকোণার বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ডসহ জেলার বিভিন্ন উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি।
নেত্রকোণা-বারহাট্টা-২ আসনে মনোনয়ন প্রত্যাশী প্রশান্ত কুমার রায় প্রতিবেদককে জানান, আওয়ামী লীগের দুঃসময়ে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে অমানবিক নিযার্তনের শিকার ও একের পর এক মামলার আসামি হয়েছি। গ্রেপ্তারের পর নির্যাতন আমার জন্য নির্ধারিত ছিলো। ময়মনসিংহ কারাগারে আমাকে এক বছর ফাঁসির সেলে থাকতে হয়েছে। অন্যায় জুলুমের কাছে কখনও আপস করিনি। তৃণমূলের প্রান্তিক কৃষক, শ্রমিক মেহনতি মানুষের জন্য কাজ করেছি। আমার দীর্ঘ রাজনৈতিক দায়িত্ব পালন ও জনপ্রতিনিধির দায়িত্ব পালনের অভিজ্ঞতার আলোকে সরকারের উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করার লক্ষ্যে ও গণমানুষের অধিকার আদায়ে কথা বলার জন্য জাতির পিতা বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাকে নেত্রকোণা-বারহাট্টা-২ আসনে মনোনয়ন দিবেন বলে আমি গভীরভাবে বিশ্বাস করি।