হরতাল সফলে রাজধানীতে যুবদলের বিক্ষোভ।
স্টাফ রিপোর্টার অভি খায়রুল ইসলাম।
২০ নভেম্বর ২০২৩ইং, সোমবার।
সরকার পতন ও নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার ১দফা দাবি আদায়ের লক্ষে বিএনপির ১৯ ও ২০ নভেম্বর টানা ২দিন ব্যাপী হরতাল কর্মসূচীর শেষদিনে, রাজধানীর খিলগাঁও থানার তিলপাঁপাড়াতে, হরতালের সমর্থনে রাজপথে গেরিলা মিছিল বের করে খিলগাঁও থানা যুবদল।
মিছিলের নেতৃত্ব দেন ১নং ওয়ার্ড যুবদলের সাবেক আহবায়ক ও ১নং ওয়ার্ড বিএনপির যুব বিষয়ক সম্পাদক আল ফাহাদ অমিত এবং খিলগাঁও থানা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক নাদিম খান।
অধিকাংশ নেতা-কর্মীকে মামলা, গ্রেফতার, হয়রানি করায়, হয়রানি এড়াতে দলের অধিকাংশ নেতা-কর্মী আত্মগোপনে চলে গেছেন। সীমিত সংখ্যক কর্মী নিয়ে সাহসিকতার দলীয় কর্মসূচী পালন করে যাচ্ছেন তৃণমূলের এই নেতৃবৃন্দ।
এসময় তারা দেশনেত্রী খালেদা জিয়ার, স্থায়ী কমিটির সদস্য জনাব মির্জা আব্বাসের মুক্তি সহ, তত্ত্ববধায়ক সরকার পূনঃপ্রতিষ্ঠার দাবি জানান।