রাজধানীতে শান্তিপুর নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
স্টাফ রিপোর্টার, অভি খায়রুল ইসলাম।
রাজধানীর খিলগাঁও শান্তিপুর স্কুল এর সামনে নির্মাণাধীন ভবন থেকে পড়ে সুমন (৩৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
সোমবার (২০ নভেম্বর ) দুপুর ১২ টায় এ দুর্ঘটনাটি ঘটে।
এলাকাবাসী বলেন, পেশায় সুমন রাজমিস্ত্রি। দুপুর আনুমানিক ১২টার দিকে নির্মানাধীন ৯তলা ভবনের ছাদে সানসেড এর উপর দাড়িয়ে ইট গাঁথার কাজ করার সময় সানসেড ভেংগে উপর থেকে নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হয় এছাড়া ঘটনা
পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এলাকাবাসী মনে করছেন মালিক উদাসীনতা ও যথেষ্ট নিরাপত্তা ব্যবস্থা না থাকা এমন ঘটনা ঘটেছে
শ্রম আইন অনুযায়ী, কর্মক্ষেত্রে শ্রমিকের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব নিয়োগকারীর। শ্রমিকের ব্যক্তিগত সুরক্ষা যন্ত্রপাতি সরবরাহ ও ব্যবহার নিশ্চিত করা ছাড়া নিয়োগকারী কাউকে কাজে নিয়োগ করতে পারবেন না।