জয়পুরহাটে নবান্নের মাছের মেলা
শাহাবউদ্দিন ইসলাম আক্কেলপুর প্রতিনিধি
প্রতি বছর জামাইদের আয়োজনে জয়পুরহাটের কালাই উপজেলার পাচশিরা বাজারে বসে নবান্নের মাছের মেলা । গতকাল ১৮ ই নভেম্বর শনিবার সারাদিন ব্যাপী সারি সারি দোকানে সাজানো রুই, কাতলা, চিতল, ব্রিগেড , সিলভার কার্প, বোয়ালসহ হরেক রকমের মাছের হাঁকডাক ও দরদাম নিয়ে ক্রেতা বিক্রেতাদের হৈ হুল্লোর চিৎকারে আনন্দের মেলা । এক কেজি থেকে শুরু করে ২০ কেজি ওজনের মাছ। লোকজন উৎসাহ নিয়ে দেখছেন, কেউবা কিনছেন। এর মধ্য দিয়ে সকলের মাঝে আনন্দ উল্লাস বয়ে যায় । শুধু একটাই প্রত্যাশা ছোট হোক বড় হক অন্ততঃ একটা মাছ হলেও বাড়িতে নিয়ে যেতে হবে ।