মেয়েকে বাঁচাতে মায়ের জীবনযুদ্ধ
মো:মহিব্বুল্লাহ, স্টাফ রিপোর্টার
মা শাজেদা বেগম অসুস্থ মেয়ে মুক্তা আক্তার( ২২ ) কে বাঁচাতে অটো রিকশা চালিয়ে অর্থ উপার্জন করেন। মুক্তা আক্তারের দুটি কিডনি নষ্ট বেঁচে আছেন ডায়ালাইসিস এর মাধ্যমে। মুক্তা আক্তার প্রায় এক বছর ধরে এই রোগের জন্য মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন ৷ মুক্তা আক্তারের মাসিক চিকিৎসা খরচ প্রায় ২৫ হাজার টাকা। মুক্তা আক্তার তুরাগ হাউজিং এক নাম্বার রোড মোহাম্মদপুর ঢাকার ভাড়া বাসায় থাকেন। মুক্তা আক্তারের গ্রামের বাড়ি বরগুনা জেলার আমতলী উপজেলার দক্ষিণ-পশ্চিম আমতলী গ্রামে। তার পিতার নাম মো: মোস্তফা তালুকদার। মুক্তা আক্তারের পিতা তাদেরকে দেখাশোনা না করায় ঠিকমতো ভাত কাপড় না দেয়ায় যোগাযোগ না রাখায় মেয়েকে বাঁচানোর জন্য একাই যুদ্ধ করে যাচ্ছেন তার মা শাজেদা বেগম ।
মুক্তা আক্তার বলেন; আমি বাঁচতে চাই। এই পৃথিবীর আলো বাতাস কে যেন আমি আগের মত উপভোগ করতে পারি। সুস্থ হয়ে সবার সাথে আগের মত চলতে চাই। আমি কি সুস্থ সুন্দর জীবন চাই এবং জীবনের বাকিটা পথ খুব সুন্দরভাবে কাটাতে চাই। আমার মা একজন মেয়ে মানুষ হয়েও আমার জন্য অটো রিক্সা চালিয়ে অর্থ উপার্জন করছেন। পৃথিবীতে মায়ের কোন বিকল্প নাই আল্লাহ যেন আমার মাকে নেক হায়াতের সাথে আমলের জিন্দেগি দান করেন। এবং মৃত্যুর পরে আমার মাকে জান্নাতুল ফেরদৌসের উঁচু মাকাম দান করেন। আমার বাবা আমাদেরকে ছেড়ে চলে গেছেন কোন খোঁজ নেই না, খবর রাখে না, ভাত কাপড় দেয় না। আমার মা কষ্ট করে সংসার ও আমার চিকিৎসা খরচ চালায়। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমি যাতে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। এবং আপনারা সবাই আমাকে সহযোগিতা করবেন।
শাজেদা বেগম বলেন; আমার মেয়ের রোগটা আমরা এক বছর আগে জানতে পারি। তখন থেকেই আমাদের চিকিৎসা চলমান। আমার মেয়ে এর আগে গার্মেন্টস করে আমাদেরকে সংসারে টাকা পয়সা দিত। মেয়েটা অসুস্থ হওয়ার পর থেকে আমি খুবই সমস্যায় পড়ে গেছি। গ্রামে থেকে কোন কাজ কাম করতে পারবো না দেখে ঢাকায় চলে এসেছি। ঢাকায় এসে মেয়ের চিকিৎসা খরচ চালানোর জন্য বেছে নিয়েছি অটোরিকশা চালানো। মেয়ের মাসিক চিকিৎসা খরচ প্রায় ২৫ হাজার টাকা এবং আমাদের ঘর ভাড়া খাওয়া বাবদ প্রায় মাসে ১৫ হাজার টাকা লাগে। আমি মহিলা মানুষ অটোরিকশা চালিয়ে যা ইনকাম করি তা দিয়ে মেয়ের চিকিৎসা খরচ এবং সংসার চালানো অসম্ভব হয়ে যাচ্ছে। তাই আপনাদের কাছে আমার মেয়েকে বাঁচানোর জন্য সাহায্য ও সহযোগিতা চাই। শাজেদা বেগমের সাথে কথা বলতে চাইলে এই নাম্বারে যোগাযোগ করুন ০১৬০৯ ৩২০৩০২।