নরসিংদী শিবপুরে কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে আহত ৪
খন্দকার সেলিম রেজা
প্রতিনিধি মনোহরদী উপজেলা
নরসিংদীর শিবপুর উপজেলার চৈতন্যা বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে২টি কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে ৪ জন গুরুতর আহত হয়েছে। আহতরা হলেন,১/মুর্শেদ মিয়া (৩৫)২/আল-আমিন মিয়া (২৩)৩/কাউছার মিয়া (১৬) এবং৪/জয়নাল আবেদীন (৩৩) তারা ঘটনাস্থলে আহত হলে সংবাদকর্মী রুদ্র তার নিজস্ব অর্থ ব্যয় করে গাড়ি দিয়ে নরসিংদী সদর হাসপাতালে পাঠিয়ে দেয়।এই দিকে চৈতন্যা এলাকার বাসিন্দা কুলসুম আক্তার বলেন,হঠাৎ করেই ১১.৩০ মিনিটের দিকে চৈতন্যা বাসস্ট্যান্ড বাম্পের সামনে ২টি কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ ঘটে।এ অবস্থা গুরুতর আহত দেখে আমি আমার স্বামীকে নিয়ে শাবলের মাধ্যমে কাভার্ড ভ্যানের ভিতর থেকে বের করে আনি।
এই দিকে ঢাকা-সিলেট মহাসড়কে হরতাল- অবরোধের মাঝে ডিউটি অবস্থায় থাকা পুলিশ সদস্যরা তাৎক্ষণিক আহত ব্যক্তিদেরকে নিয়ে সংবাদকর্মী রুদ্রের গাড়িতে উঠিয়ে দেয়। এই দিকে হাইওয়ে পুলিশের সাব-ইন্সপেক্টর আবুল খায়ের ঘটনাটি শুনে তার টিম পাঠিয়ে লেকার দিয়ে কাভার্ডভ্যান দুটি হাইওয়ে থানায় নিয়ে যায় এবং তিনি জানান,আমি আহতদের দেখতে হাসপাতালে যাব ও ঘটনার সঠিক তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।