নিজস্ব প্রতিবেদক রাজবাড়ী ঃ রাজবাড়ী জেলার গোয়ালন্দঘাট থানা পুলিশের অভিযানে ৫২৫ গ্রাম গাঁজাসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার ১৫ই নভেম্বর বিকালে ওসি স্বপন কুমার মজুমদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে
বুধবার বেলা সাড়ে ৩টার দিকে পূর্ব উজানচর, হাজী গফুর মন্ডল পাড়া সাকিনস্থ ধ্রুত আসামী মোঃ সালাউদ্দিন শেখ এর মুদি দোকানের পিছনে, শুকনো ভুট্টা গাছের স্তুপ থেকে মাদক ব্যবসায়ী মোঃ সালাউদ্দিন শেখ (৪৩),কে ৫২৫ গ্রাম গাঁজা সহ আটক করে পুলিশ। সে গোয়ালন্দ ঘাট থানাধীন উজানচর ইউনিয়নের মৃত-জমির শেখের ছেলে। পরে আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।