1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. nayakontho@gmail.com : nayakontho :
  3. admin@dailynayakontho.com : unikbd :
বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫, ০৩:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড রাজশাহীতে পালন করা হয় ‘মহান স্বাধীনতা ও জাতীয় দিবস রাজবাড়ী সদর মুকুন্দিয়ায় বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কিশোরগঞ্জে অনলাইন জুয়ায় ঋণগ্রস্ত হয়ে যুবকের আত্মহত্যা গোয়ালন্দে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা গোয়ালন্দে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে প্রীতি ফুটবল ম‍্যাচ অনুষ্ঠিত নওগাঁয় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে ৬ জন হাসপাতালে ভর্তি গোয়ালন্দে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনে গোয়ালন্দ সাংবাদিক ফোরাম রাসিকের উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন ধামইরহাটে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত পোরশায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন

নেত্রকোণায় দুর্গাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যানের পদত্যাগ।নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৬ নভেম্বর, ২০২৩
  • ১১৩ বার পঠিত

নেত্রকোণায় দুর্গাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যানের পদত্যাগ

শহীদুল ইসলাম রুবেল,
নেত্রকোণা জেলা প্রতিনিধি :

নেত্রকোণার দুর্গাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যানের পদ থেকে সরে দাঁড়ালেন জান্নাতুল ফেরদৌস আরা ঝুমা তালুকদার।

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোণা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেতে তিনি এ সিদ্ধান্ত গ্রহন করেছেন।

বুধবার (১৫ নভেম্বর) দুপুরে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এর যুগ্মসচিব মোহাম্মদ সাইফুল ইসলাম মজুমদার স্বাক্ষরিত এক পত্র স্থানীয় সাংবাদিকদের প্রদান করেন তিনি। অবশ্য পদত্যাগের কারণ হিসেবে স্বেচ্ছায় পদত্যাগের কথা উল্লেখ করেন তিনি। উক্ত উপজেলা পরিষদের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য উপজেলা পরিষদ (কার্যক্রম বাস্তবায়ন) বিধিমালা, ২০১০ এর ১৫(৩) ধারা অনুযায়ী নতুন চেয়ারম্যানের কার্যভার গ্রহণ না করা পর্যন্ত ভাইস চেয়ারম্যান প্যানেল ১ পারভীন আক্তার অস্থায়ী চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন।

ঝুমা তালুকদার এ প্রতিবেদককে জানান, দুর্গাপুর উপজেলাবাসী, আমার রাজনৈতিক দক্ষতা ও আমাকে ভালোবেসে বিপুল সংখ্যক ভোটের ব্যবধানে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত করেছেন এর জন্য আমি সকলের কাছে কৃতজ্ঞ। আমার পাশে থাকা সাধারণ মানুষের সেই ভালোবাসাকে পুজি করে এবং আমার এলাকার রাজনৈতিক মুরুব্বীদের দোয়া নিয়ে আমি এ সিদ্ধান্ত গ্রহন করেছি।

তিনি আরো বলেন, আমি উপজেলা চেয়ারম্যান হিসেবে যে সম্মানীভাতা পেয়েছি, তা প্রতিমাসেই সাধারণ মানুষের মাঝে বিলিয়ে দিয়েছি। আমার বাবা এ আসন থেকে আওয়াামী লীগের এমপি নির্বাচিত হয়েছেন। আমি চাই আমার বাবার রেখে যাওয়া অসম্পূর্ণ কাজ গুলো সম্পন্ন করতে। দুর্গাপুর-কলমাকান্দার অবহেলিত মানুষের পাশে দাঁড়াতে।

মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাকে এ আসনে মনোনয়ন দিলে, দলমত নির্বিশেষে আমি ব্যাপক ভোটে জয়লাভ করে আসনটিকে উপহার দিতে পারবো ইনশাআল্লাহ্। আমি তৃণমুল আওয়ামীলীগ নেতাকর্মীদের নিয়ে নেত্রকোণা-১ আসনকে দুর্নীতিবাজ, ভূমিদস্যু, মাদক ও সন্ত্রাসমুক্ত একটি স্মার্ট সুন্দর আদর্শ নগর হিসেবে গড়ে তুলতে চাই।

তিনি আরও বলেন, নির্বাচনে অংশগ্রহণ করতে হলে নির্বাচন কমিশনের আইন অনুযায়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান পদ থেকে সরে দাঁড়াতে হবে। তাই দুর্গাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যানের পদ থেকে সরে দাঁড়িয়ে প্রথমে নেত্রকোণা জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার শাখার মাধ্যমে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে পদত্যাগপত্র পাঠানো হয়। মন্ত্রণালয় উক্ত পদত্যাগপত্র গ্রহণ করে এ আদেশ জারি করেন। আমি সবার দোয়া ও সহযোগীতা কামনা করি।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
২০২৫ © সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD