নরসিংদী জেলা পুলিশের আয়োজনে আইন শৃঙ্খলা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
মোঃ মোবারক হোসেন নাদিম
নরসিংদী জেলা প্রতিনিধি
নরসিংদী পুলিশ সুপারের সম্মেলন কক্ষে জেলা পুলিশ নরসিংদীর আয়োজনে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুুষ্ঠিত হয়েছে। উক্ত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন, নরসিংদী জেলার মাননীয় পুলিশ সুপার মোহাম্মদ মুস্তাফিজুর রহমান পিপিএম। এ সময় মাননীয় পুলিশ সুপার, জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও সামগ্রিক বিষয়াদী নিয়ে প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন। পাশাপাশি তিনি সকলকে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের জন্য আহ্বান জানান।
উক্ত আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায়,অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম এন্ড অপস্) অনির্বাণ চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার(অর্থ ও প্রশাসন)এস.এ.এম ফজল-ই-খোদা,অতিরিক্ত পুলিশ সুপার(ডিএসবি) শামসুল আরেফীন,অতিরিক্ত পুলিশ সুপার(সদরসার্কেল) কে এম শহীদুল ইসলাম সোহাগ, সহকারী পুলিশ সুপার (পুলিশ লাইন্স) নরসিংদী ত্বোয়াহা ইয়াসিন হোসেন,সহকারী পুলিশ সুপার(শিবপুর সার্কেল) মুহাম্মাদ মেসবাহ উদ্দীনসহ সকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি),ডিআইও(১), ওসি ডিবি নরসিংদী উপস্থিত ছিলেন।