1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. nayakontho@gmail.com : nayakontho :
  3. admin@dailynayakontho.com : unikbd :
বুধবার, ২৬ মার্চ ২০২৫, ০৮:০৭ অপরাহ্ন

গোয়ালন্দে নৌ-পুলিশের হাতে আটক বালুবোঝাই ১৪ টি বাল্কহেড ও সুকানির বিরুদ্ধে নৌ-আদালতে মামলা, ছাড়া পেয়ে গেল বিপুল পরিমান বালু। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বুধবার, ১৫ নভেম্বর, ২০২৩
  • ১৪৮ বার পঠিত

গোয়ালন্দে নৌ-পুলিশের হাতে আটক বালুবোঝাই ১৪ টি বাল্কহেড ও সুকানির বিরুদ্ধে নৌ-আদালতে মামলা, ছাড়া পেয়ে গেল বিপুল পরিমান বালু।

মোঃ মজিবুর জুয়েল , গোয়ালন্দ(রাজবাড়ী)

আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের দায়ে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া নৌ-পুলিশ ১৪ টি ব্লাকহেড জব্দ করে।

সোমবার দুপুরের দিকে এসব ব্লাকহেড আটকের পরপরই এসব ব্লাকহেড ছাড়িয়ে নিতে দেনদরবার শুরু করে সংশ্লিষ্ট প্রভাবশালী বালু সিন্ডিকেট।

নৌ-পুলিশ শুধুমাত্র আটককৃত ১৪ টি বাল্কহেড ও এর সুকানিদের বিরুদ্ধে নানা ধরনের ত্রুটি উল্লেখ করে ঢাকার মতিঝিলে অবস্হিত নৌ-আদালতে প্রসিকিউশন মামলা দায়ের করেন। মামলা নং-৪২,তারিখ ১৩/১১/’২৩ ইং। ধারা নৌ-চলাচল অধ্যাদেশ ১৯৭৬ এর সংশোধনী ২০০৫ এর ১০/৫৬/৬৬/৭২।

এতে বাল্কহেডের বেতনভুক্ত অধিকাংশ চালক (সুকানি) ও দু’একজন মালিককে আসামি করা হয়েছে। ধরা-ছোয়ার বাইরে থেকে গেছেন বাল্কহেডের বেশিরভাগ মালিক এবং বালু কাটা ও পরিবহনের সাথে জড়িতরা। তারা জব্দকৃত বিপুল টাকার বালুসহ বাল্কহেডগুলো নিজেদের জিম্মা নিয়ে গেছেন। এ নিয়ে স্থানীয়দের মধ্যে নানা ধরনের প্রশ্ন দেখা দিয়েছে।

এ প্রসঙ্গে দৌলতদিয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. ফরিদ উদ্দিন বলেন, তারা জব্দকৃত ব্লাকহেড এবং এর সুকানি ও কয়েকজন মালিকের কাগজপত্রে ত্রুটি পাওয়ায় নৌ আদালতে প্রসিকিউশন মামলা দায়ের করেন। বালু বৈধভাবে নাকি অবৈধভাবে উত্তোলন করা হয়েছে সেই মামলা হলে হতে হবে সংশ্লিষ্ট সেই এলাকার নৌ-থানায়। যে কারনে বালুগুলো আটকে রাখার তাদের আইনগত সুযোগ নেই।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ব্লাকহেডে বালু পরিবহন বন্ধ থাকলেও গত দুই সপ্তাহ ধরে পুরোদমে এ ব্যবসা শুরু হয়েছে। অথচ নদী থেকে বালু উত্তোলনে উচ্চ আদালতের নিষেধাজ্ঞা রয়েছে ।

এদিকে নৌপুলিশের হাতে আটককালে ব্লাকহেড আল্লাহর দয়া-১ এর সুকানি শাহাদত হোসেন জানান, রোববার সকাল ১০টার দিকে তারা প্রায় ৫০টির মতো ব্লাকহেড নিয়ে রাজবাড়ীর ধাওয়া পাড়ার বিপরিতে পাবনার তাহেরপুর অঞ্চল থেকে বালু বোঝাই করেন। সারাদিন বালু বোঝাই করে রাত যাপন শেষে সোমবার সকালে একত্রে রওয়ানা করেন।

তিনি বলেন, ধাওয়াপাড়ার বালু ব্যবসার নিয়ন্ত্রনে রয়েছেন আজম মন্ডল, দিপক কুন্ডু ও শরীফ। তিনি আজম মন্ডলের বালু নিয়ে মুন্সীগঞ্জের পদ্মাসেতু এলাকায় যাচ্ছিলেন। পথিমধ্যে দৌলতদিয়া নৌ- পুলিশ তাদেরকে আটক করে।

আরেক ব্লাকহেড মের্সাস আকাশ এর ষ্টাফ মো. রাশেদ বলেন, একটি বাল্কহেডে প্রায় ৫ থেকে ১০ হাজার ঘন ফুট বালু বোঝাই করা হয়। তাদের ব্লাকহেড এর কাগজপত্র ঠিক আছে কি না যাচাই বাছাই করতে পুলিশ তাদেরকে আটক করেছে। তাদের ব্লাকহেডে সাড়ে ৫ হাজার ঘন ফুট বালু বোঝাই ছিল।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
২০২৫ © সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD