রাজশাহী কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হওয়ায় বিএনপি নেতা আবু সাঈদ চাদকে মেডিক্যালে হস্তান্তর
______ রাজশাহী ব্যুরো
গতকাল ১৩ই নভেম্বর সোমবার রাজশাহী কেন্দ্রীয় কারাগারে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী জেলা বিএনপির আহব্বায়ক আবু সাঈদ চাদ অসুস্থ হয়ে পরেছিলেন । শারীরিক অসুস্থতার কারণে তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় । প্রতারনা মামলায় সাজাপ্রাপ্ত হয়ে তিনি রাজশাহী কেন্দ্রীয় কারাগারে ছিলেন । সোমবার সকাল ১০.৩০ তার সময় কারারক্ষীদের একটি দল আবু সাঈদ চাদকে রাজশাহী মেডিক্যাল কলেজের বহির্বিভাগে নিয়ে আসে । সেখানে একজন চিকিৎসক তাকে চিকিৎসা দেন । তবে তার শারীরিক কি ধরনের সমস্যা টা জানা যায়নি ।তথ্যমতে আবু সাঈদ চাদের উচ্চ রক্ত চাপ, ডায়াবেটিস, এবং হার্টের সমস্যা রয়েছে । হসপিটাল সূত্রে জানা যায়, আবু সাঈদ চাদের শারীরিক অবস্থা খারাপ হওয়ায় তাকে কারাগার থেকে মেডিক্যালে আনা হয় । পরীক্ষা নিরীক্ষা শেষে তাকে আবার কারাগারে প্রেরণ করা হয় । বর্তমান তিনি কারাগারে রয়েছেন, প্রয়োজনে তাকে আবার চিকিৎসার জন্য মেডিক্যালে স্থানান্তর করা হবে । উল্লেখ্য, প্রধান মন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির অভিযোগে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী বিএনপির জেলা কমিটির আহ্বায়ক আবু সাঈদ চাদকে গত ২৫ সে মে গ্রেফতার করা হয় । ওই অভিযোগে দেশের কয়েকটি থানায় তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা করা হয় । গ্রেফতারের পর তিনি এখন পর্যন্ত জামিন পান নি ।