মেহেরপুরে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
মেহেরপুর প্রতিনিধি ঃ মেহেরপুরে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে র্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়।
মেহেরপুর ডায়াবেটিস হাসপাতালের আয়োজনে
মঙ্গলবার (১৪ নভেম্বর) সকাল দশটার দিকে হাসপাতাল চত্বর থেকে একটি র্যালী বের করা হয়। র্যালীটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসনের কার্যালয় প্রাঙ্গণে এসে শেষ হয়।
র্যালী শেষে সেখানে আলোচনা সভার আয়োজন করা হয়। এসময় মেহেরপুর ডায়াবেটিস সমিতির সাধারণ সম্পাদক রোকনুজ্জামান মালেক, কোষাধক্ষ্য আরিফুল ইসলাম বকুল, প্রচার সম্পাদক ফজলুল হক মন্টু ,সদস্য মোকলেসুর রহমান, প্রভাষক ও মেডিকেল অফিসার ডাক্তার আবু সাঈদ, ডাক্তার অবিন্দম পোদ্দার, ডাক্তার সুমনা,হাসপাতালের ম্যানেজার মোহাম্মদ খোরশেদ শোভনসহ প্রমুখ উপস্থিত ছিলেন।