রাজবাড়ীর গোয়ালন্দে ফেনসিডিলসহ মাদক কারবারি আটক।
মোঃ মজিবুর জুয়েল
গোয়ালন্দ(রাজবাড়ী)
রাজবাড়ী জেলা পুলিশ সুপার জি. এম. আবুল কালাম আজাদ এর নির্দেশনায় গোয়ালন্দ থেকে ৫ বোতল ফেনসিডিলসহ এক মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গ্রেপ্তারকৃত মাদক কারবারি হলো, উপজেলার ভোটভাকলা ইউনিয়ন ৪ নম্বর ওয়ার্ডের মৃত ইব্রাহিম মোল্লা’র ছেলে মো. মুন্নু মোল্লা (৪২)।
সোমবার (১৩ নভেম্বর) এক প্রেস নোটের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি’র) অফিসার ইনচার্জ মো. মনিরুজ্জামান খান।
জানাযায়, রোববার (১২ নভেম্বর) বিকেল ৫টার দিকে জেলা গোয়েন্দা শাখা’র অফিসার ইনচার্জ মো. মনিরুজ্জামান খান সঙ্গীয় অফিসার-ফোর্সসহ গোয়ালন্দ উপজেলার পৌর শহরের জুড়ান মোল্লার পাড়া সাকিনস্থ ভাই ভাই ষ্ট্রোর (প্রোঃ মোঃ রুহুল আমিন) এর দোকানের সামনে পাকা রাস্তার উপর হতে ৫ বোতল ফেনসিডিলসহ তাকে গ্রেপ্তার করা হয়।
জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি’র) অফিসার ইনচার্জ মো. মনিরুজ্জামান খান আরও জানান, আসামির বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।