স্টাফ রিপোর্টার, মোঃ রাজিবুল ইসলাম
১২ নভেম্বর ২০২৩ রোজ রবিবার বেলা আনুমানিক তিন ঘটিকার সময় সাভার এস, এ, পরিবহন পার্শ্বেল এন্ড কুরিয়ার সার্ভিসে কক্সবাজার থেকে সাভারে বিপুল পরিমান ইয়াবা পার্শ্বেল করেছে এমন তথ্য পেয়েছেন সাভার মডেল থানা পুলিশ।
গোপন তথ্যের ভিক্তিতে সাভার মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক চন্দ্র সাহা ফোর্স সহ এস, এ পরিবহন কুরিয়ার সার্ভিসে উপস্থিত হোন। সেখানে গিয়ে জানতে পারেন পার্শ্বেল রিসিভ করে নিয়ে গিয়েছে।
মোবাইলে তাদের সাথে যোগাযোগ করে কৌশলে ডেকে আনে এবং তাদের কাছে থাকা ২৫০০ পিচ ইয়াবা উদ্ধার করে এবং দুই জনকে গ্রেফতার করেছেন।
গ্রেফতারকৃত দুইজনের মধ্যে একজনের বাড়ি রাজবাড়ি জেলার পাংশা থানা এলাকায়, অপরজনের বাড়ি ঢাকা জেলা ধামরাই থানা এলাকায়।
সাভার মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক চন্দ্র সাহা বলেছেন, এই ব্যাপারে তদন্ত করে মাদক চালানের সাথে জড়িত সকলের বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থা গ্রহন করা হবে।