নেত্রকোণার দুর্গাপুর উপজেলা আওয়ামী যুবলীগের ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত
শহীদুল ইসলাম রুবেল,
নেত্রকোণা প্রতিনিধি :
“শেখ হাসিনার নির্দেশ, যুবরাই গড়বে স্মার্ট বাংলাদেশ” এই প্রতিপাদ্যে পালিত হলো নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৫১ তম প্রতিষ্ঠা বার্ষিকী।
প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে
শনিবার (১১ নভেম্বর) বিকেলে দুর্গাপুর উপজেলা আওয়ামী যুবলীগ দলীয় কার্যালয়ে কর্মী সমাবেশ ও আলোচনা সভার আয়োজন করে।
প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মোটর শোভাযাত্রা, জাতীয় সংগীতের সাথে সাথে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন, কেক কাটা, কর্মী সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কর্মী সমাবেশ ও আলোচনা সভায় উপজেলা যুবলীগের সভাপতি মোঃ আব্দুল হান্নানের সভাপতিত্বে উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল হাসান জনির সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দুর্গাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি উসমান গণি তালুকদার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নাজমুল হাসান নীরা (সাদ্দাম আকুঞ্জী), যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শাহিন মিয়া, দুর্গাপুর সদর ইউনিয়ন চেয়ারম্যান ও সাংগঠনিক সম্পাদক ছাদেকুল ইসলাম, আকরাম আলি মন্ডল, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পারভীন আক্তারসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা, আগামী জাতীয় সংসদ নির্বাচনে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে পুনরায় ক্ষমতায় আনার লক্ষ্যে বিএনপি জামায়াতকে প্রতিহত করতে দুর্গাপুর উপজেলা যুবলীগের প্রত্যেক নেতা- কর্মী প্রস্তুত আছে বলে মন্তব্য করেন।