মেহেরপুরে মা দিবস পালিত
মেহেরপুর প্রতিনিধি
মেহেরপুরে মদিনাতুল উমুল এবতেদায়ী মাদ্রাসার উদ্যোগে মা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।
বৃহস্পতিবার (৯ নভেম্বর) সকালে মেহেরপুর সদর উপজেলার রাজাপুর-বারাকপুর গ্রামে মদিনাতুল উমুল এবতেদায়ী মাদ্রাসা প্রাঙ্গণে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা মোঃ আওলাদ হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাদ্রাসার সাধারণ সম্পাদক মোঃ মিনারুল ইসলাম।
কোষাধ্যক্ষ মোঃ আজিব আহমেদের সঞ্চালনায় এসময় মাদ্রাসার শিক্ষার্থীরা ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।