নারায়ণগঞ্জের রূপগঞ্জে গ্যাস বিস্ফোরণে ১জনের মৃত্যু
রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জের রূপগঞ্জে গ্যাসলাইনে লিকেজের বিস্ফোরণে একই পরিবারের পাঁচজন দগ্ধের মধ্যে সোনাউদ্দিন (৪৫) নামের একজনের মৃত্যু হয়েছে। সোমবার (৬ নভেম্বর) রাত ৮টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সোনাউদ্দিনের শরীরের ৯৪ শতাংশ দগ্ধ হয়েছিল। বিষয়টি নিশ্চিত করেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. তরিকুল ইসলাম।
এর আগে শুক্রবার রাত ১১টার দিকে উপজেলার আউখাবো বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পরে দগ্ধদের রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। এতে দগ্ধ হন সোনাউদ্দিনের বোন হাসুন বানু (৫৫), বোনের স্বামী আলি আহমেদ (৬৫), ভাগ্নি সাহেরা (২৪) ও ভাগ্নে ওমর ফারুক (১৮)। এরে মধ্যে হাসুন বানুর শরীরের ৪৬ শতাংশ, তার স্বামী আলি আহমেদের শরীরের ৫৮ শতাংশ, মেয়ে সাহেরার শরীরের ৩০ শতাংশ, ছেলে ওমর ফারুকের শরীরের ১৫ শতাংশ।
তাদের সবার অবস্থা গুরুতর বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
হাসপাতালে হাসুন বানুর ভাতিজা নূরে আলম জানান, রূপগঞ্জের আউখাব বজার এলাকায় জাহাঙ্গীরের বাড়ির নিচতলা তারা ভাড়া থাকেন। হাসুন বানু গৃহিণী, তার স্বামী ও ভাই গাউছিয়া বাজারে শুটকির দোকান করেন। এছাড়া মেয়ে সাহারা প্রতিবন্ধী এবং ছেলে ওমর ফারুক স্থানীয় অনুপম গার্মেন্টে চাকরি করেন।
তিনি আরো জানান, বাসাটিতে লাইনে তেমন গ্যাসে থাকে না। সেজন্য রান্নার কাজে গ্যাসের চাপ বাড়াতে দুই সপ্তাহ আগে কম্প্রেসার লাগিয়েছেন। রাতে তারা যখন বাসাটিতে ঘুমিয়েছিলেন তখন গ্যাসলাইন থেকেই এই বিস্ফোরণ ঘটে। ঘটনার পরপর প্রতিবেশীরা তাদের উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি দেখে মধ্যরাতে তাদের ঢাকায় নিয়ে আসা হয়।