৬ নভেম্বর মদন উপজেলা হানাদার মুক্ত দিবস উপলক্ষ্যে বিজয় র্যালী
বিশেষ প্রতিনিধি ঃ ০৬ নভেম্বর মদন উপজেলা হানাদার মুক্ত দিবস উদযাপন উপলক্ষে সারাদিন ব্যাপী বিভিন্ন অনুষ্ঠান সম্পাদিত হয় এবং রাতে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় সংসদ সদস্য জনাব সাজ্জাদুল হাসান , সভাপতিত্ব করেন উপজেলা কমান্ডের প্রশাসক উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহ আলী মিয়া। অনুষ্ঠানে যোগ দেন মদন উপজেলার সকল বীর মুক্তিযোদ্ধাগণ , মুক্তিযোদ্বার সন্তান , পরিবারের সদস্য বৃন্দ।আরো উপস্থিত ছিলেন মদন আওয়ামী লীগ ও এর সহ সংগঠনের সকল স্তরের নেতৃবৃন্দ।এই দিনে গভীর শ্রদ্বার সংগে স্মরন করছি উপজেলার যে সকল বীর মুক্তিযোদ্বারা মহান মুক্তিযুদ্বে শহীদ হয়েছেন । জাতির জনক , জাতীয় চারনেতা , মুক্তিযুদ্বের সকল শহীদের সহ সকল মুক্তিযোদ্বাদের অতল শ্রদ্বা ।প্রাপ্ত তথ্য অনুসারে মদন উপজেলার শহীদদের তালিকা প্রদান করা হলো । ১৯৭১ সালে মহান স্বাধীনতা যুদ্বে মদন থানার যারা শহীদ হয়েছেনঃ
১।শহীদ আব্দুল কদ্দুছ , মদনের ভয়াবহ যুদ্বে শহীদ হন ।
২।শহীদ আব্দুল গফুর , তারাইল যুদ্বে শহীদ হন
৩।শহীদ আঃ রাজ্জাক , ধলা গ্রামের যুদ্বে শহীদ হন
৪।শহীদ সিদ্দিকুর রহমান , তারাইল থানার ধলা যুদ্বে আহত অবস্তায় হানাদার বাহিনী ধরে নিয়ে যায় ও শহীদ হন ।
৫।শহীদ মফিজ উদ্দিন , তাহেরপুর থানা যুদ্বে শহীদ হন
৬।শহীদ নিয়াম উদ্দিন বীর বিক্রম , ইপিআর বাহিনীর সদস্য রংপুরের যুদ্বে শহীদ হন
৭।শহীদ মোহাম্মদ আলী কাজল , ধানুয়া কামালপুর যুদ্বে শহীদ হন
৮।শহীদ সিপাহী আব্দুস সাত্তার ,জয়দেবপুর যুদ্বে ইপিআর বাহিনীর এই সদস্য শহীদ হন
৯।শহীদ সিপাহী আঃ করিম, যশোর জেলার নাভারন যুদ্বে শহীদ হন
১০। শ্রী রাখাল চন্দ্র দেবনাথ, আখাউড়া যুদ্বে শহীদ হন
ইউএনও মহোদয়রে কাছে আরও আপডেট থাকতে পারে । শহীদের প্রতি বিনম্র শ্রদ্বা , জয় বাংলা জয় বঙ্গবন্ধু