______ রাজশাহী ব্যুরো ঃ রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের ৩১তম চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন রাজশাহী নিউ ডিগ্রি সরকারি কলেজের উপাধ্যক্ষ ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড, মোঃ অলীউল আলম।কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর গ্রামের সন্তান চাকরীর সুবাদে রাজশাহীতে দীর্ঘদিন থাকার কারণে বেশ পরিচিতি লাভ করে।রাজশাহী বিশ্ববিদ্যালয় হতে সমাজ বিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করে ১৬ তম বি সি এস (শিক্ষা ) ক্যাডারে সাফল্যের সাথে উত্তিন্ন হয়ে কুষ্টিয়া সরকারি কলেজে প্রথম চাকুরীতে যোগদান করেন। ২০০২ সালে তিনি পি,এইচ, ডি ডিগ্রি অর্জন করেন । শিক্ষকতার পাশাপাশি রাজশাহী বেতারে বিভিন্ন বিষয় নিয়ে কাজ করতেন ।তিনি ছড়াকার,গীতিকার ও লেখক হিসেবে অত্যান্ত সুনামের অধিকারী। বিবর্তন, মোবাইল ফোন, ডিজিটাল কাহিনী, হবু এবং গবু, মিল – অমিল, দাত না মাজার দলে ,ছড়া অন্যতম।ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে একুশে বই মেলার মোড়ক উম্মোচন মঞ্চে তার লেখা শিশুতোষ ছড়াগ্রন্থ ” হুলোর গায়ে ধুলো ” এর মোড়ক উন্মোচন হয়।তার পিতা পেশায় একজন ডাক্তার, মা গৃহিণী, তাদের চার ছেলে মেয়ের মধ্যে সে শিক্ষকতার মাঝে থাকলেও বাকি তিন জন উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা।তাছাড়া দুই ভাই বীর মুক্তিযোদ্ধা।ড, মোঃ অলীউল আলমের একমাত্র মেয়ে রাইসা রাইন অতসী।রাজশাহী তথা উত্তরবঙ্গের জনগণ একজন সৎ, মেধাবী, সদা হাস্যোজ্জ্বল, পরোপকারী ও বিনয়ী শিক্ষা বোর্ড চেয়ারম্যান পাওয়ায় অত্যান্ত আনন্দিত।সেই সাথে সকলে আশা করে আগামীতে রাজশাহী শিক্ষা বোর্ড সকল প্রকার দুর্নীতি ও স্বজনপ্রীতি থেকে মুক্ত হবে।