চাঁপাই নবাবগঞ্জের গোমস্তাপুরে ইউ,এন,ও হিসেবে নিশাত আনজুম অনন্যার পোস্টিং
________ রাজশাহী ব্যুরো
৩৫ তম বি সি এস প্রশাসনের কর্মকর্তা নিশাত আনজুম অনন্যা রাজশাহী বিভাগীয় কমিশনার কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার ( সাধারণ শাখা ) কর্মরত ছিলেন । বর্তমানে চাঁপাই নবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার হিসেবে বদলি হওয়ায় তিনি অদ্য ৫ ই নভেম্বর রবিবার চাঁপাই নবাবগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে যোগদান করেন। আগামী ৮ ই নভেম্বর বুধবার থেকে তিনি গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসারের দায়িত্ব গ্রহণ করবেন বলে জানা যায় ।
নিশাত আনজুম অনন্যা ৩৫ তম বিসিএস ক্যাডারে উত্তীর্ণ হয়ে কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ে যোগদান করেন। এরপরে সহকারী কমিশনার হিসেবে চাঁপাইনবাবগঞ্জ, বিভাগীয় কমিশনার অফিস,রাজশাহী ও নাটোরের বাগাতিপাড়ায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করেন। বি সি এস এর একজন মেধাবী ও বিচক্ষণ কর্মকর্তা হিসেবে তার পরিচিতি রয়েছে । গোমস্তাপুর উপজেলার জনগণ একজন সৎ, মেধাবী ও পরিশ্রমী কর্মকর্তা পাওয়ায় অত্যান্ত আনন্দিত ।পারিবারিক জীবনে তিনি এক সন্তানের জননী।