নরসিংদীতে জেলা পুলিশের বিশেষ অভিযানে ৭ কেজি গাঁজা সহ গ্রেফতার ২ জন
মোঃ মোবারক হোসেন নাদিম
নরসিংদী প্রতিনিধি
নরসিংদী জেলা পুলিশের বিভিন্ন থানা ও জেলা গোয়েন্দা শাখার বিশেষ অভিযানে ৭ কেজি গাঁজাসহ ২ জন ও বিভিন্ন অপরাধে আরো ২৩ জনকে গ্রেফতার করা হয়। এর মধ্যে জেলা গোয়েন্দা শাখা কর্তৃক একটি অভিযানে ৬ কেজি গাঁজাসহ ১জন ও রায়পুরা থানা কর্তৃক একটি অভিযানে ১কেজি গাঁজাসহ ১ জনকে গ্রেফতার করা হয়।জেলা গোয়েন্দা শাখা কর্তৃক একটি অভিযানে ৪ ই নভেম্বর,নরসিংদী মডেল থানাধীন ভেলানগর এলাকা থেকে ৬ কেজি গাঁজাসহ মো. শাহিন তালুকদার (২০) নামের ১ জন ও রায়পুরা থানা কর্তৃক একটি অভিযানে ৪ ই নভেম্বর ২১.৪৫ ঘটিকায় রায়পুরা থানাধীন উত্তর বাখরনগর এলাকা থেকে ১ কেজি গাঁজাসহ হাসেন আলী (৪৫) নামের ১ জনকে গ্রেফতার করা হয়।অন্যান্য ইউনিট কর্তৃক বিভিন্ন অপরাধে মোট ২৩ জনকে গ্রেফতার করা হয়। উল্লিখিত সময়ে নরসিংদী জেলা পুলিশ কর্তৃক ১৫ টি গ্রেফতারি পরোয়ানা নিষ্পত্তি করা হয়েছে।