মেহেরপুর প্রতিনিধি
বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ কর্তৃক প্রদত্ত মেহেরপুর জেলার নিবন্ধিত সাধারণ স্বেচ্ছাসেবী সংগঠনসমূহকে ২০২২-২৩ অর্থবছরের এককালীন অনুদানের চেক বিতরণ অনুষ্ঠান।
রবিবার (৫ নভেম্বর) সকালে জাতীয় সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক স্বেচ্ছাসেবক সংগঠনকে ২২ ও ২৩ অর্থবছরের এককালীন অনুদানের চেক বিতরণ করা হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) মোঃ আব্দুল কাদির মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন ২২ টি স্বেচ্ছাসেবী সংগঠনকে ২৩ হাজার টাকা করে মোট ৫ লক্ষ ৬ হাজার টাকার চেক বিতরণ করেন।
এসময় স্বাগত বক্তব্য রাখেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) কাজী কাদের মোহাম্মদ ফজলে রাব্বি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,শহর সমাজসেবা কার্যালয়ের সভাপতি আমিনুল ইসলাম খোকন, সমাজসেবা অফিসার সোহেল মাহমুদসহ জেলার বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি ও নির্বাহী পরিচালকগণ।