নিজস্ব প্রতিবেদক রাজবাড়ী ঃ রাজবাড়ী জেলার গোয়ালন্দঘাট থানা পুলিশের অভিযানে ২০ বোতল ফেন্সিডিলসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার পুলিশ।
রবিবার ৫ই নভেম্বর বিকালে ওসি স্বপন কুমার মজুমদার জানান,সকাল সাড়ে ৮টার দিকে দৌলতদিয়া লঞ্চঘাট মোড় এলাকা থেকে মাদক ব্যবসায়ী মোঃ সুজন মিয়া (২৬)’কে ২০ বোতল ফেনসিডিল সহ আটক করে পুলিশ। সে দিনাজপুর জেলা সদর থানার এলাকার নিশ্চন্তপুর গ্রামের মোঃ চাঁন মিয়া ছেলে। ওই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে পূর্বের ০১টি মাদক মামলাসহ মোট ০২ টি মামলা রয়েছে। পরে আসামীর বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।