নরসিংদী মনোহরদীতে জেল হত্যা দিবস উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
মোঃ মোবারক হোসেন নাদিম
বিশেষ প্রতিনিধি
মনোহরদী উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ঘনিষ্ঠ চার সহচর, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠন, তাজউদ্দীন আহমেদ, সৈয়দ নজরুল ইসলাম, এ.এইচ.এম কামরুজ্জামান, ক্যাপ্টেন এম মনছুর আলীর স্মরণে জেল হত্যা দিবস উপলক্ষ্যে, মনোহরদী উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে ৩ রা নভেম্বর বিকালঃ-৪ ঘটিকায় উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ে, উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি, এ্যাড.ফজলুল হক সাহেবের সভাপতিত্বে, উপজেলা আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক, বাবু প্রিয়াশীষ রায় এর সঞ্চালনায় এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।আলোচনা সভায় বঙ্গবন্ধু শেখ মুজিব, জাতীয় চার নেতা সহ মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী সকলের আত্মার মাগফিরাত ও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনায় দোয়া পরিচালনা কামনা করা হয়। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, নরসিংদী-৪ (মনোহরদী-বেলাব) থেকে বারবার নির্বাচিত সাংসদ সদস্য গণ-প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিল্পমন্ত্রী, এ্যাড.নূরুল মজিদ মাহমূদ হুমায়ূন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি মুক্তিযুদ্ধে জাতীয় চার নেতার অবদান ও মুজিব নগর সরকারের ভূয়সী প্রশংসা করেন এবং দ্বাদশ জাতীয় সাংসদ নির্বাচনকে সামনে রেখে, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের তৃণমূল নেতাকর্মীদেরকে নির্দেশনা প্রদান করেন।এছাড়াও তিনি বর্তমান সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডগুলো জন-সাধারণের নিকট তুলে ধরার জন্যে তৃণমূল নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।আলোচনা সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, নরসিংদী জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি, ডাঃআঃরউফ সরদার,জেলা আওয়ামীলীগের যুগ্ম- সাধারণ সম্পাদক, জনাব নজরুল মজিদ মাহমূদ স্বপন, মনোহরদী উপজেলা পরিষদের ৫ বারের নির্বাচিত চেয়ারম্যান, জনাব সাইফুল ইসলাম খান বীরু, মনোহরদী পৌরসভার জননন্দিত মেয়র, জনাব আমিনূর রশীদ সুজন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী যুবলীগের সংগ্রামী সভাপতি, এস.এম ইকবাল ইকবাল আহমেদ, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য, জনাব ইসরাত জাহান তামান্না, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব আফরোজা সুলতানা রুবী, উপজেলা সেচ্ছাসেবক লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক, তৌহিদুল আলমসহ উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, সেচ্ছাসেবক লীগ, কৃষকলীগ ও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত চেয়ারম্যানবৃন্দ, উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।বিশেষ অতিথির বক্তব্যে বক্তারা, জাতীয় চার নেতার স্মৃতিচারণ করেন এবং অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাঁড়াতে সকল নেতৃবৃন্দকে আহ্বান জানান।