রাজবাড়ীতে জেলা আওয়ামীলীগের উদ্যোগে জেল হত্যা দিবস পালিত
রাজবাড়ী জেলা প্রতিনিধিঃ ছাব্বির হোসেন বাপ্পি,
রাজবাড়ী জেলা আওয়ামী লীগের কার্যালয়ে শুক্রবার সকাল ৯টায় জেল হত্যা দিবস পালন করে রাজবাড়ী জেলা আওয়ামী লীগ।
সকাল ৯টায় জাতীয় পতাকা, কালো পতাকা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের পতাকা উত্তোলন করেন রাজবাড়ী জেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
পতাকা উত্তোলন শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন সকল নেতৃবৃন্দ। শ্রদ্ধা নিবেদন শেষে আওয়ামী লীগের কার্যালয়ে আলোচনা সভা দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
জেলা আওয়ামী লীগের সভাপতি মো: জিল্লুল হাকিম এমপির সভাপতিত্বে সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী ও রাজবাড়ী -১ আসনের জতীয় সংসদ সদস্য, রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আলহাজ্ব কাজী কেরামত আলী এমপি, বলেন বিএনপির নেতা ফখরুল ইসলাম আলমগীর মীর্জা আব্বাস মহাসমাবেশ করে রেস্টে চলে গেছে। অবরোধ ডেকে চুড়াগুপ্তা হামলা করছেন কেন রাজপথে থাকুন।জনগনের জানমালের ক্ষতি করেন কেন নিজের ক্ষতি হলে যেমন লাগে জনগণেরও কম কষ্ট হয়না।আমরা মনে করেছিলাম আপনাদের শুভ বুদ্ধির উদয় হবে কিন্তু দেখলাম কি যতটুকু ব্রেইন বুদ্ধি ছিলো সেটুকুও শেষ হয়ে গেছে বলে মন্তব্য করেন।
আরও উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ফকির আব্দুল জব্বার, রাজবাড়ী পৌর মেয়র আলমগীর শেখ তিতু, জেলা যুবলীগের সভাপতি মোঃ শওকত হাসান, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক যুব মহিলা লীগের সভাপতি কানিজ ফাতেমা চৈতী, রাজবাড়ী জেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান চৌধুরী, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম জাহিদসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।