মেহেরপুর প্রতিনিধি
জেল হত্যা দিবস উপলক্ষে মেহেরপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট ইয়ারুল ইসলামের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩ নভেম্বর) বিকেলে মেহেরপুর সদর উপজেলার আমঝুপি উত্তরপাড়া এলাকায় এই আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মেহেরপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট ইয়ারুল ইসলামের সভাপতিত্ব আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, মেহেরপুর শহর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সাজ্জদুল আলম, বুড়িপোতা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রেজা, মেহেরপুর সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর আল মামুন, আমঝুপি ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য আক্তার হোসেন, আমঝুপি ইউনিয়ন পরিষদের সদস্য আবুল কাশেম, মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি জশিউর রহমান বকুল, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আবু মোর্শেদ শোভন সরকার প্রমুখ। পরে সেখানে জাতীয় ৪ নেতার আত্মার মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।