র্যাবের অভিযানে হেরোইন সহ গ্রেফতার-১
মোঃ সুফিয়ান চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ র্যাব ক্যাম্পের অভিযানে ১০৫ গ্রাম হেরোইন সহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব-৫। আজ শুক্রবার (৩ নভেম্বর) দুপুরে রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার সাওয়ান ঘুটিঘর গ্রাম এলাকায় অভিযান চালিয়ে মোঃ রাসেল আলী (২০)’কে গ্রেফতার করা হয়।
গ্রেফতার কৃত রাসেল একই গ্রামের মৃত রফিকুল ইসলামের ছেলে। সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ র্যাব ক্যাম্পের পাঠানো এক পেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন র্যাব। র্যাব জানায়, গ্রেফতারকৃত আসামী একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে রাজশাহী জেলার বিভিন্ন এলাকায় সরবরাহ করতো।
গোয়েন্দা তথ্যতে ভিত্তিতে উক্ত আসামির বাড়ীতে অভিযান পরিচালনা করে তাকে হেরোইন সহ হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হই। এ ব্যপারে রাজশাহী জেলার গোদাগাড়ী থানায় একটি মামলা রুজু করা হয়েছে।