নেত্রকোণা পুলিশ হত্যার প্রতিবাদে পূর্বধলায় মুক্তিযোদ্ধা সন্তান সংসদের মানববন্ধন
শহীদুল ইসলাম রুবেল, নেএকোণা জেলা প্রতিনিধি:
বিএনপি জামায়াতের দেশ বিরোধী ষড়যন্ত্র, সন্ত্রাস, নৈরাজ্য, অপরাজনীতি ও বীর মুক্তিযোদ্ধার সন্তান পুলিশ কনস্টেবল আমিরুল ইসলাম পারভেজ এর হত্যার প্রতিবাদে নেত্রকোণার পূর্বধলায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (২ নভেম্বর) পূর্বধলা উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনের সড়কে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ এ মানববন্ধন ও আলোচনা সভার আয়োজন করে।
মানববন্ধনটি পূর্বধলা উপজেলা শাখার মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সভাপতি শহিদুল ইসলাম শহিদের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সভাপতি উমর ফারুক, সাধারণ সম্পাদক রইছ মোহাম্মদ হাবিব খান মুক্তি, সহ সাধারণ সম্পাদক খায়রুল আলম খাঁন, জেলা আওয়ামী লীগের সদস্য ও পূর্বধলা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ রাজু আহমেদ রাজ্জাক সরকার, পূর্বধলা উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদের যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম মন্ডল মনি, আতিকুর রহমান খান উজ্জ্বল, সদস্য শহিদুল ইসলাম আঙ্গুর, জাহিদ হাসান শাকিল, কায়কোবাদ খোকনসহ অন্যান্যরা।
বক্তারা, বিএনপি জামায়াতের দেশ বিরোধী ষড়যন্ত্র, সন্ত্রাস, নৈরাজ্য, অপরাজনীতি অপচেষ্টা ও আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আর যেন কোন দাঙ্গা হাঙ্গামা সংঘটিত না হয় তার দিকে সবাইকে সজাগ দৃষ্টি ও পুলিশ কনস্টেবল হত্যায় যারা জড়িত তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়।