নরসিংদীতে জেলা পুলিশের অভিযানে বিদেশী মদের বোতল উদ্ধারসহ ২জন গ্রেফতার
মোঃ মোবারক হোসেন নাদিম
নিজস্ব সংবাদদাতা
গত ২৪ ঘন্টায় নরসিংদী জেলা পুলিশের অভিযানে বিভিন্ন থানা ও জেলা গোয়েন্দা শাখা কর্তৃক পরিচালিত বিশেষ অভিযানে ২০বোতল বিদেশী মদ উদ্ধারসহ মোট০২ জনকে গ্রেফতার করা হয় এবং বিভিন্ন অপরাধে মোট ১৭ জনকে গ্রেফতার করা হয়। এর মধ্যে রায়পুরা থানা কতৃক একটি অভিযানে ২০ বোতল বিদেশী মদসহ ০২ জনকে গ্রেফতার করা হয়। এছাড়া মনোহরদী থানা কর্তৃক একটি অভিযানে পূর্বের মামলায়- ০৬ জনকে গ্রেফতার করা হয়।
নরসিংদী রায়পুরা থানা কর্তৃক ৩১শে অক্টোবর ২০২৩ সকাল ৭.৪৫ঘটিকায় রায়পুরা থানাধীন মাহমুদাবাদ এলাকা থেকে ২০ বোতল বিদেশী মদসহ শাকিব (২৩), রাজিব (২৬) নামের ০২ জনকে গ্রেফতার করা হয়। অন্যান্য ইউনিট কর্তৃক বিভিন্ন অপরাধে মোট ১১ জনকে গ্রেফতার করা হয় ।
উল্লেখিত সময়ে নরসিংদী জেলা পুলিশ কর্তৃক মোট ১৭৩টি গ্রেফতারি পরোয়ানা নিষ্পত্তি করা হয়েছে।