স্টাফ রিপোর্টার, মোঃ রাজিবুল ইসলাম।
যেখানে অন্যায়, সেখানেই প্রতিবাদ!
অন দ্যা স্পট ডিশিসন, জেগে উঠো মানবতার জনগন।
বাংলাদেশের প্রতিটি জেলা, থানা, গ্রাম জুড়ে হাজারো সেচ্ছাসেবক রক্তযোদ্ধা, রক্তদাতা ও মানবদরদী ভাই বোন মূমুর্ষ রোগীর প্রয়োজনে রক্তদাতা সংগ্রহ করছেন এবং সেচ্ছায় রক্ত দান করছেন।
এক ব্যাগ রক্তের অভাবে কারো মৃত্যু হোক সেটা আমরা কেহ চাইনা। তাই নিজের টাকা খরচ করে, শ্রম দিয়ে, সময় দিয়ে অনেক পরিশ্রম করে আমরা সেচ্ছায় রক্ত দান করি।
আমাদের দান করা রক্ত ব্লাড ব্যাংক হাসপাতাল কর্তৃপক্ষ বিক্রি করছে।
আমাদের দান করা রক্ত বিক্রি করার অধিকার কে দিয়েছে ব্লাড ব্যাংক হাসপাতালকে?
সকল ব্লাড ব্যাংক হাসপাতাল কর্তৃপক্ষ, স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য মন্ত্রনালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা, জন প্রশাসন, জন প্রতিনিধি, মানবধিকার সংস্থা, সুশিল সমাজ, সেচ্ছাসেবী সংঘঠন, সেচ্ছাসেবক, রক্তযোদ্ধা, রক্তদাতা, মানবদরদী ভাই বোন সবার দৃষ্টি আকর্ষন করে অনুরোধ করছি, রক্ত বিক্রি বন্ধের দাবিতে সোচ্চার হোন। সবাই সচেতন হোন, সতর্ক থাকুন।
এক ব্যাগ রক্তে একটি জীবন বাঁচে। একটি জীবন বাঁচাতে সেচ্ছায় সম্পূর্ন ফ্রিতে একজন সেচ্ছাসেবক রক্তদাতা রক্ত দান করছেন। সেই রক্ত ব্লাড ব্যাংক হাসপাতাল কর্তৃপক্ষ অন্য রোগীর কাছে অধিক মূল্যের বিনিময়ে বিক্রি করবেন সেটা হতে পারেনা।
রক্ত নিয়ে ব্যাবসা করা বন্ধ করুন।
বিনীত অনুরোধেঃ
মোঃ রাজিবুল ইসলাম, প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক,
ম্যান ফর ম্যান ফোর্স