নিজস্ব প্রতিবেদক রাজবাড়ী ঃ রাজবাড়ীতে পুলিশের ওপর হামলা ও নাশকতার মামলায় বিএনপির ১৩ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ জানায়, দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গত ২ সেপ্টেম্বর দুপুরে শহরে মিছিল বের করে বিএনপি। এসময় কোর্ট চত্ত্বর মোড়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায় দলটির নেতাকর্মীরা। এতে ৭ পুলিশ সদস্য আহত হন।
এ ঘটনায় ওইদিন রাতে রাজবাড়ী সদর থানার এসআই সোহেল রানা বাদী হয়ে ১১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা দুই হাজার ২০০ জনের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করেন।
এ মামলায় রোববার দিনগত রাতে জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১১ জনকে গ্রেফতার করা হয়। সোমবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।