1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. nayakontho@gmail.com : nayakontho :
  3. admin@dailynayakontho.com : unikbd :
রবিবার, ০৯ নভেম্বর ২০২৫, ১০:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
সংবাদ প্রকাশের জেরে প্রতারক চক্রের হুমকি, সাংবাদিককে হত্যা ও মিথ্য মামলায় ফাঁসানোর চেষ্টা রাজশাহীতে আইন উপদেষ্টা নির্বাচন প্রসঙ্গ এড়িয়ে প্রশিক্ষণার্থীদের প্রশংসা।         আওলিয়ায়ে কেরামের আদর্শ অনুসরণের মাধ্যমেই বাতিল মতবাদের প্রভাব থেকে মুক্তি ও জীবনকে সুন্দর করা সম্ভব স্কুলে নেই শিক্ষক-শিক্ষার্থী  ক্লাসরুম ভাড়া হয় আবাসিক হোটেল আদলে প্রকৌশলীদের আল্টিমেটামের সমাপ্তি, পুনরায় রাজপথে রুয়েট শিক্ষার্থীরা।   মতলুবর স্যারের পাঠ জয়পুরহাটে তিনটি হিমাগার থেকে গোপনে ৫০ হাজার বস্তা আলু বিক্রি! মেহেরপুরে শ্বশুর হত্যার অভিযোগে জামাই আলমগীর হোসেনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ৫০ হাজার টাকা জরিমান অনাদায়ে আরো দুই বছরের দেওয়া হয়েছে। রায়পুর পৌরসভার লাইসেন্স শাখায় ঘুষ ও অনিয়ম,অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ তানোর সদর ইউনিয়ন ভূমি  অফিস পরিদর্শন করলেন ড:চিত্রলেখা নাজনীন।        

গাইবান্ধার সুন্দরগঞ্জে সাংবাদিক শাহরিন সুলতানা সুমিকে লাঞ্ছিত করায় থানায় মামলা দায়ের। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩
  • ১৬০ বার পঠিত

গাইবান্ধার সুন্দরগঞ্জে সাংবাদিক শাহরিন সুলতানা সুমিকে লাঞ্ছিত করায় থানায় মামলা দায়ের

_________ বিশেষ প্রতিনিধি

গাইবান্ধার সুন্দরগঞ্জে সাংবাদিক শাহরিন সুলতানা সুমাকে লাঞ্চিত করায় সুন্দরগঞ্জ থানায় অবশেষে মামলা দায়ের করার খবর পাওয়া গেছে।

মামলা সূত্রে জানা গেছে সাংবাদিক মোছাঃ শাহরিন সুলতানা সুমা, দৈনিক সবুজ নগর পত্রিকা ,গাইবান্ধা জেলা প্রতিনিধি পিতাঃ মোঃ শাহাদৎ হোসেন খোকন, মাতাঃ মোছাঃ নাহিদা সুলতানা স্মৃতি, গ্রামঃ রামজীবন, ডাকঘরঃ বাজারপাড়া, থানাঃ সুন্দরগঞ্জ, জেলাঃ গাইবান্ধা। সুমার খালাতো বোন মোছাঃ মুন্নি আক্তার, পিতাঃ মহসিন মিয়া, মাতাঃ রোসনা বেগম, গ্রামঃ মধ্য শান্তিরাম (কালিতলা), ডাকঘরঃ শোভাগঞ্জ, থানাঃ সুন্দরগঞ্জ, জেলাঃ গাইবান্ধা এর সঙ্গে মোঃ সাকিব মিয়ার মুসলিম শরিয়ত মোতাবেক ২৬/০১/২০২২ ইং তারিখে বিবাহ হয়। বিবাহের পর হতে মনোমালিন্যের কারণে মুন্নির সঙ্গে তার স্বামী, ভাশুর, শশুর, শাশুড়ি সবাই মিলে তাকে শারিরীক ও মানসিক নির্যাতন করতে থাকে। নির্যাতন সহ্য করতে না পেরে গাইবান্ধা জর্জ কোর্টে মামলা দায়ের করে। মামলা নং-৫২/২৩,তারিখঃ২৫/০১/২০২৩ ইং ও ধর্ষণ মামলা নং-১৯/২২ ,মামলা দুটি চলমান রয়েছে ।

সাংবাদিক শাহরিন সুলতানা সুমি তার খালাতো বোন মুন্নি আক্তারকে মামলায় সহযোগিতা করেন। এ কারণে সাকিবের সাথে শত্রুতার সৃষ্টি হয়। এরই জের ধরে বিবাদী-১। মোঃ শাকিব মিয়া (২৫), পিতাঃ যুবরাজ মিয়া, ২। যুবরাজ মিয়া (৬০), পিতা-মৃত জরমাল, ৩। শাহিনুর বেগম (৪২), স্বামী-যুবরাজ মিয়া, ৪। মোঃ শাহিন মিয়া (২৭), পিতা-যুবরাজ মিয়া, সকলের সাং-মধ্য শান্তিরাম (কালিতলা), ডাকঘরঃ শোভাগঞ্জ, থানাঃ সুন্দরগঞ্জ, জেলাঃ গাইবান্ধা। গত ২৯/০৯/২০২৩ ইং তারিখ আনুমানিক সকাল ১০টার সময় সাংবাদিক শাহরিন সুলতানা সুমি তার খালাতো বোন মোছাঃ মুন্নি আক্তার এর কালিতলার বাড়িতে উপস্থিত হলে বিবাদীগণ গালিগালাজ শুরু করে। বিবাদীগণকে বাধা প্রদান করতে গেলে তারা ক্ষিপ্ত হয়ে সাংবাদিককে এলোপাতারী ভাবে মারধর করে শরীরের বিভিন্ন স্থানে জখম করে। আহত অবস্থায় গত ২৯/০৯/২৩ তারিখে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা গ্রহণ করেন ।

সে সময় সাংবাদিকের চিৎকারে সাক্ষী-১। মোছাঃ মুন্নি আক্তার (১৯), পিতাঃ মহসিন মিয়া, ২। মোছাঃ রোশনা বেগম (৪৫), স্বামী-মহসিন মিয়া, ৩। মোঃ মহসিন মিয়া (৫৫), পিতা-মৃত ওসমান মিয়া, সকলের সাং-মধ্য শান্তিরাম (কালিতলা), ডাকঘরঃ শোভাগঞ্জ, থানা-সুন্দরগঞ্জ, জেলা-গাইবান্ধা ৪। মোঃ শাহাদৎ হোসেন খোকন (৫২), পিতা-মৃত ডাঃ সাখাওয়াত হোসেন, সাং-রামজীবন, ডাকঘরঃ বাজারপাড়া, থানা-সুন্দরগঞ্জ, জেলা-গাইবান্ধা সহ আরো অনেকে আগাইয়া আসিলে বিবাদীগণ বিভিন্ন হুমকী ধামকী দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।

সাংবাদিক সুমা বর্তমানে চরম নিরাপত্তা হীনতায় ভুগছে। আসামীগণ যে কোন মুহুর্তে বড় ধরনের ক্ষতি সাধন করতে পারে। তিনি আসামীদের অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় আনার জোর দাবি জানায়।এ রিপোর্ট লেখা পর্যন্ত সুন্দরগঞ্জ থানা পুলিশ বিষয়টি তদন্ত করছে বলে জানা গেছে ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
২০২৫ © সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD