নরসিংদী জেলার বিভিন্ন উপজেলা থেকে বিএনপির শতাধিক নেতাকর্মী গ্রেপ্তার।
মোঃ মোবারক হোসেন নাদিম
নরসিংদী জেলা প্রতিনিধি
নরসিংদী জেলার বিভিন্ন উপজেলা, ইউনিয়ন থেকে বিএনপির শতাধিক নেতাকর্মী গ্রেপ্তার করেছেন পুলিশ। সামনে একদফা আন্দোলনের কর্মসূচি হিসাবে তিনদিনের অবরোধ ঘোষণা করেছেন কেন্দ্রীয় বিএনপি। বিএনপি’র কর্মসূচি উদ্দেশ্য করে মানুষের জান মাল রক্ষার্থে এবং দেশে কোনো আইনশৃঙ্খলার অবনতি না ঘটে সে লক্ষ্যে সকল উপজেলা ও পৌরসভা ইউনিয়নে গ্রেফতার অভিযান চলছে।
বিএনপির সিনিয়র নেতাদের সাথে কথা বলে জানা যায়, গণতন্ত্র রক্ষা ও নিরপেক্ষ সরকারের দাবিতে শান্তিপূর্ণ কর্মসূচি পালনে বাঁধা ও দলকে নির্মূল করার লক্ষে কাজ করছে পুলিশ। জনগণের যান মাল রক্ষা ও নিরাপত্তার জন্য পুলিশ। আজ সেই পুলিশ অন্যায় ভাবে বিএনপি নেতাকর্মীকে গণহারে গ্রেফতার করছেন। বিএনপি সিনিয়র নেতারা নেতাকর্মী গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন এবং অবিলম্বে নিঃশর্ত মুক্তি দাবি করছেন।