নিজস্ব প্রতিবেদক – টেকনাফে পাত্রী দেখতে গিয়ে অপহৃত ৩ বন্ধুর মরদেহ উদ্ধার
অপহৃত তিন বন্ধুর মরদেহ উদ্ধার।
কক্সবাজারের টেকনাফে গত ২৮ এপ্রিল পাত্রী দেখতে গিয়ে অপহৃত হন তিন বন্ধু। আজ বুধবার বিকেলে তাঁদের মরদেহ উদ্ধার করা হয়েছে। উপজেলার দমদমিয়া পাহাড়ি এলাকা থেকে তাঁদের মরদেহ উদ্ধার করে র্যাব ও পুলিশ।
সন্ধ্যা সোয়া ৭টায় কক্সবাজার র্যাব-১৫-এর অধিনায়ক লে. কর্নেল সাইফুল ইসলাম সুমন এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত ব্যক্তিরা হলেন কক্সবাজারের ঈদগাঁও উপজেলার জালালাবাদ সওদাগর পাড়া এলাকার মোহাম্মদ ইউছুপ, চৌফলদণ্ডী ইউনিয়নের রুবেল, কক্সবাজার শহরের নুনিয়াছড়া এলাকার ইমরান। তাঁরা তিনজনই বন্ধু।
পুলিশ ও নিহতের পরিবারের সদস্যরা জানান, গত ২৮ এপ্রিল তিন বন্ধু টেকনাফে পাত্রী দেখতে যান। ওই দিন উপজেলার সদর ইউনিয়নের রাজারছড়া এলাকায় অটোরিকশা থামিয়ে অপহরণকারীরা তাঁদের গহিন জঙ্গলে নিয়ে যায়। পরে তাঁদের ছেড়ে দিতে ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে নির্যাতনের ভিডিও চিত্র পাঠায়।
টেকনাফ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নাসির উদ্দিন মজুমদার বলেন, তিনজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।