বিশেষ প্রতিনিধি ঃ গত ২৮ অক্টোবর আহুত মহাসমাবেশ থেকে বিএনপি ও জামাত সন্ত্রাসীদের হামলায় নিহত পুলিশ সদস্য বীর মুক্তিযোদ্বার সন্তান আমিনুল ইসলাম পারভেজ এর মর্মান্তিক মৃত্যুতে মদন উপজেলা মুক্তিযোদ্বা সংসদ ও উপজেলার সকল মুক্তিযোদ্বার সন্তানগণ বিক্ষোভ মিছিল , প্রতিবাদ সভার আয়োজন করেন । মুক্তিযোদ্বা কমপ্লেক্স থেকে মিছিল শুরু করে শহর প্রদক্ষিন শেষে উপজেলা আওয়ামী লীগ অফিসে আলোচনা সভা অনুষ্ঠিত হয় । সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্বা হেলাল উদ্দিন তালুকদারের সভাপতিত্বে ও সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্বা গাজী ফেরদৌসের সন্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্বা আব্দুল কদ্দুছ । পবিত্র ধর্মগ্রন্থ থেকে তেলাওয়াত ও এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করে নিহত পুলিশ সদস্য ও মুক্তিযুদ্বের সকল শহীদদের প্রতি শ্রদ্বা নিবেদন করা হয় । বাংলাদেশ আওয়ামী লীগের শিল্প ও বানিজ্য বিষয়ক উপকমিটির সদস্য বীর মুক্তিযোদ্বা মমতাজ হুসেন চৌধুরী বিশেষ বক্তা হিসেবে উপস্তিত ছিলেন ॥উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আব্দুল হান্নান শামীম ও মদন পৌর মেয়র সাইফুল ইসলাম সাইফ বিশেষ অতিথি হিসেবে উপস্তিত ছিলেন ।
মু্ক্তিযোদ্বা সন্তান কমান্ড সহ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও উপজেলার বীর মুক্তিযোদ্বাগন স্বতঃস্ফুর্তভাবে তপ্ত রোদ উপেক্ষা করে মিছিলে অংশগ্রহন ও শ্লোগানে শ্লোগানে প্রকম্পিত করেন । বীরমুক্তিযোদ্বাদের পক্ষ থেকে মুল্যবান বক্তব্য ও পুলিশ সদস্য হত্যার প্রতিবাদ ও বিচার দাবী করা হয় । মাননীয় প্রধান বিচারপতির বাসভবনে হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয় ।