রাজশাহী পপুলার ডায়াগনস্টিক সেন্টারের চর্মরোগ বিশেষজ্ঞ ডা: কাজেম আলী দূর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত
________ মোস্তাফিজুর রহমান রাজশাহী ব্যুরো
রাজশাহীর চর্মরোগের ডাক্তারের কথা আলোচনায় আসলে একবাক্যে ডা: কাজেম আলীর কথা সবার মুখে উঠে আসে । সদালাপী, অত্যান্ত হাসৌজ্জ্বল, বিনয়ী,
জনপ্রিয় চর্মরোগ বিশেষজ্ঞ ডাঃ কাজেম আলী গতকাল রাত ১১.৩০ মিনিটের সময় রাজশাহী পপুলারের চেম্বার থেকে রোগী দেখে উপশহরস্ত বাসায় যাওয়ার পথে বর্ণালীর মোড়ে আনুমানিক ১১. ৪৫ ঘটিকার সময় অজ্ঞাত নামা মাইক্রোবাস থেকে নেমে তার বহনকারী মোটরসাইকেল এর গতিরোধ করে বুকে ছুরিকাঘাত করে বেশ কয়েকজন সন্ত্রাসী । স্থানীয় জনগণ আহত অবস্থায় তাকে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) ।
মরহুম ডা: কাজেম আলী অনেক ভাল মানুষ ছিলেন। এত অমায়িক মানবিক চিকিৎসক সচরাচর দেখা যায়না। রাজশাহীর জনগণ কোনোভাবেই এ হত্যা মেনে নিতে পারছেন না । রাজশাহীর জনগণ মাঝেমধ্যেই সন্ত্রাসী / ছিনতাইকারী দ্বারা এ ধরনের আক্রমণের শিকার হওয়ায় তারা আতঙ্কের মধ্যে চলাচল করছেন বলে অভিজ্ঞমহল মতামত প্রকাশ করেছেন । রানিবাজার এলাকার মশিউর রহমান জানান, এ ভাবে সন্ত্রাসী দ্বারা শহরের জনবহুল এলাকায় খুনের কারণ রহস্যের জালে আটকিয়ে থাকছে ।
আল্লাহ মরহুম ডা: কাজেম আলীকে জান্নাত নসীব করুন। তাকে যারা হত্যা করেছে অতি দ্রুত সেই হত্যাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করবে বলে আমরা আসা রাখি । তাছাড়া এ ধরনের ঘটনায় আর কাউকে যেনো এমন পরিণতির মুখোমুখি না হতে হয় সে বিষয়ে পুলিশ প্রশাসন সজাগ দৃষ্টি রাখবেন বলে এটাই সকলের কাম্য ।