চলমান আন্দোলনে নরসিংদীতে ৮১ জন গ্রেফতার।
মোঃ মোবারক হোসেন নাদিম
নরসিংদী প্রতিনিধি
২৮/১০/২৩ইং তারিখ ঢাকা মহাসমাবেশ যাওয়ার উদ্দেশ্যে রওনা হওয়া বিএনপির নেতাকর্মীকে নরসিংদী রেল স্টেশন থেকে ৮১ জন নেতাকর্মীকে গ্রেফতার করেন নরসিংদী মডেল থানা পুলিশ। বিভিন্ন সূত্রে জানা যায় বাস বন্ধ ও পুলিশের তল্লাশি কারণে নেতাকর্মী বৃন্দ রেলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। ব্যাপক নেতাকর্মী রেল স্টেশন জরো হয়। এক পর্যায়ে পুলিশের উপস্থিতি বৃদ্ধি হয় এবং ব্যাপক তল্লাসি ও মোবাইল ফোন চেক করেন পুলিশ। তখন সময় সকাল ৭টা বাজে। ঢাকার উদ্দেশ্যে রওয়ানা এবং অল্প সময়ের নিরাপদ ঢাকা যাওয়ার একমাত্র মাধ্যম রেল। যখন লোক উপস্থিতি বৃদ্ধি হয় তখন পুলিশ নেতাকর্মী বৃন্দ মাঝে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। পুলিশকে লক্ষ করে ইট পাটকেল ছুঁড়ে এবং পুলিশ ও নেতাকর্মীকে ধাওয়া করেন। যখন রেল স্টেশন চলে আসে নেতাকর্মী রেলে ওঠার জন্য চেষ্টা করে তখন পুলিশ রেল থেকে মোট ৮১ জনকে গ্রেফতার করেন খরবটি নিশ্চিত হন। পুলিশ সকল আসামিকে আজ কোর্টে প্রেরণ করেন। নরসিংদী কোট সকল আসামিকে জামিন না মঞ্জুর করে নরসিংদী জেলা কারাগারে প্রেরণ করেন। নরসিংদী জেলা বিএনপির দাবী শান্তি প্রিয় মহাসমাবেশে পথে নিরীহ সাধারণ মানুষ ও নেতাকর্মীকে পুলিশ গ্রেফতার করছেন। আমরা এই গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি ও অবিলম্বে সকল নেতাকর্মীর মুক্তি দাবি করছি।