মেহেরপুরে ৫ম বার্ষিক ইসলামী জলসার আয়োজন
হিরক খান, মেহেরপুর প্রতিনিধি
হরিরামপুর গ্রামবাসীর উদ্যোগে মেহেরপুরে ৫ম বার্ষিক ইসলামী জালসার আয়োজন করা
হয়েছে।
আগামী ১০ নভেম্বর বাদ আছর মেহেরপুর সদর উপজেলার হরিরামপুর স্কুল মাঠ প্রাঙ্গনে এ দ্বিতীয় ৫ম বার্ষিক ইসলামিক জালসা অনুষ্ঠিত হবে।
বিশিষ্ট সমাজসেবক আবুল হামিদের সভাপতিত্বে ইসলামী জালসায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত
থাকবেন অধ্যাপক মাওলানা নূরুল ইসলাম।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন, শাইখ ফায়সাল মাহমুদ।
এছাড়াও এসময় দ্বিতীয় বক্তা হিসেবে বক্তব্য রাখবেন, আশরাফুল ইসলাম বিন রেজাউল হক,
তৃতীয় বক্তা হিসেবে বক্তব্য রাখবেন, মাহফুজুর রহমান সোহেল।
উক্ত ইসলামী জালসায় দলে দলে যোগদান করিয়া দোজাহানের অশেষ নেকি হাসিল করুন।