সালমা আক্তার দাউদকান্দি প্রতিনিধি
কুমিল্লা-১ আসনের সংসদ সদস্য এবং প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভূঁইয়া বলেছেন, আমার বিশ্বাস আপনারা (জনগণ) উন্নয়নের পক্ষে থাকবেন। জনগণের ভোটে আমি তিনবারের সংসদ সদস্য। আসন্ন নির্বাচনে আমি আবারো নৌকা প্রতীকে নির্বাচন করবো ইনশাল্লাহ।
বুধবার বিকেলে কুমিল্লার দাউদকান্দির গৌরীপুর ইউনিয়নে অনুষ্ঠিত, বর্তমান সরকারের বিভিন্ন সামাজিক সুরক্ষা ও সুবিধাভোগীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শত বাধা-বিপত্তি পেরিয়ে পদ্মা সেতু নির্মাণসহ বর্তমান আওয়ামী লীগ সরকারের বিভিন্ন উন্নয়নের প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, বয়স্ক মানুষ বলতে পারবেন, আগের সরকারগুলো দেশের জন্য কী করেছে আর শেখ হাসিনার সরকার কী করেছে। আগে মানুষ শহরে যাবো বলতো। আর এখন গ্রামগুলোই শহর হয়ে গেছে। প্রতিটি গ্রামে বিদ্যুৎ ও সড়ক যোগাযোগ করা হয়েছে।
গৌরীপুর ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ এবং অঙ্গসংগঠনের আয়োজনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন দাউদকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাসুদেব ঘোষ, দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগের সভাপতি আহসান হাবিব চৌধুরী লিল মিয়া, দাউদকান্দি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তরিকুল ইসলাম নয়ন, গৌরীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নোমান মিয়া।
গৌরীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছমির আলম সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওয়াদুদ সরকার।