মেহেরপুরে জেলা যুব মহিলা লীগের উদ্যোগে মহিলা সমাবেশ
মেহেরপুর প্রতিনিধি
প্রধানমন্ত্রীর উন্নয়নের ধারা পৌঁছে দিতে মেহেরপুরে জেলা যুব মহিলা লীগের উদ্যোগে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে মেহেরপুর শহীদ শামসুদ্দোহা নগর উদ্যানে এ মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা যুব মহিলা লীগের সভাপতি সামিউন বাসিরা পলির সভাপতিত্বে মহিলা সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ফরহাদ হোসেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ যুব মহিলা লীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের পত্নী সৈয়দ মোনালিসা ইসলাম।
মেহেরপুর জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক রূত সোভা মন্ডলের সঞ্চালনায় পৌর যুব মহিলা লীগের সভাপতি ও মেহেরপুর পৌরসভার সংরক্ষিত মহিলা কাউন্সিলর রোকসানা কামাল রুনু, মুজিবনগর উপজেলা যুব মহিলা লীগের সভাপতি তকলিমা খাতুন, সদর উপজেলা যুব মহিলা লীগের সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান লতিফুন্নেছা লতা প্রমুখ উপস্থিত ছিলেন।