পদ্মা নদীর বাঁধ অবৈধভাবে ভরাট হচ্ছে ।
___________ রাজশাহী ব্যুরো ।
পদ্মা নদী ঘেঁষে এক পারে সারিবদ্ধভাবে টি বাঁধ হতে তালাইমারী শহীদ মিনার এর নদীর তীরে প্রতিদিন বৈধ / অবৈধভাবে বিভিন্ন দোকান বসানো থাকে । অস্থায়ী বললে ভুল হবে, কেননা দোকানগুলো সারাদিন ব্যাবসা শেষে একই জায়গায় দোকান বন্ধ করে রাখে । প্রতিটি দোকানের চারি পাশে এমন ভাবে চেয়ার টেবিল রাখা হয়েছে, দুর দুরান্ত হতে বেড়াতে আসা ভ্রমণ পিপাসুদের চলাচলে বাধার সন্মুখীন হতে হয় । ফুটপাত গুলো বাদামওয়ালা, ফুচকাওয়ালা, বেলুন বিক্রেতাদের দখলে । বেড়াতে আসা উপশহরের কাব্যর সাথে কথা বলে জানা গেলো, জনগণের চলাচলের রাস্তাগুলো দোকানদারদের সম্পূন্ন দখলে। কেউ ইচ্ছা করলেও নদীর অপরূপ দৃশ্য দেখতে পারবে না ।অনেক ঘুরে তারপর নদীর কিনারে যেতে হবে । পদ্মা গার্ডেনের বাঁধ সুরকি / রাবিশ দিয়ে ভরাট করে দোকানের জায়গা বৃদ্ধি করা হচ্ছে। এবং আস্তে আস্তে সকল জায়গাই ব্যবসায়িদের দখলে চলে যাচ্ছে। পাশাপাশি নদী ভরাট হয়ে নদীর সীমানা ছোট হয়ে যাচ্ছে । হঠাৎ করে কেউ বেড়াতে আসলে বুঝতেই পারবে না যে এটা পদ্মা নদীর পাড় । টি - বাঁধে বেড়াতে আসা চাঁপাই নবাবগঞ্জের ইস্টিনা নামে এক স্কুল পড়ুয়া মেয়ের সাথে কথা হলে তিনি জানালেন, এভাবে নদীর তীর দখল করে দোকান পাট তৈরি হলে পদ্মার যে অপরূপ সৌন্দর্য তা অচিরে বিলীন হয়ে যাবে । এই দৃশ্য শুধু পদ্মা গার্ডেনের না, মুক্ত মঞ্চ, টি-বাধেরও একই অবস্থা। আসলে এসব দেখার কি কেউ নেই, রাজশাহীর অভিজ্ঞ মহল মনে করেন সিটি করপোরেশন ,পানি উন্নয়ন বোর্ডের কর্তা ব্যাক্তিরা এসব দেখেও না দেখার ভান করছে ?