রাজবাড়ী জেলায় ৬ জন জুয়ারী ও মাদক সেবনকারী গ্রেফতার
রাজবাড়ী জেলা প্রতিনিধিঃ ছাব্বির হোসেন বাপ্পি,
রাজবাড়ী জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে ৬ জন জুয়াড়ি ও মাদক সেবনকারীকে গ্রেপ্তার করেছে। বুধবার সন্ধ্যায় রাজবাড়ী জেলা শহরের হোসনাবাদ গ্রামের জনৈক মৃত খলিল মোল্লার ছেলে সৈয়দ আলী মোল্লার বসত বাড়ীর ভিতর মোঃ তাওহিদ মোল্লার শয়ন কক্ষ থেকে তাদের গ্রেপ্তার করে।জানাগেছে, রাজবাড়ীর পুলিশ সুপার জি. এম. আবুল কালাম আজাদ স্যার এর নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ মনিরুজ্জামান খানের নেতৃত্বে জেলা ডিবি পুলিশের সদস্যরা ওই অভিযান পরিচালনা করে। সে সময় হোসনাবাদ গ্রামের মোঃ সৈয়দ আলী মোল্লার ছেলে মোঃ তাওহিদ মোল্লা (২২), মোঃ কবির হোসেন মোল্লার ছেলে মোঃ বিল্লাল হোসেন (২৫), এবং শ্রীপুর গ্রামের আব্দুল প্রামানিকের ছেলে আরজু প্রামানিক (২৬), শাহ আলম মন্ডলের ছেলে মোঃ লিটন মন্ডল (২৬), মোঃ ওসমান শেখের ছেলে, মোঃ শামীম শেখ (২৪) ও মোঃ হারুণ মোল্লার ছেলে মোঃ জুয়েল মোল্লা (২৫) কে গ্রেপ্তার করে। ওই সময় অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সেবনরত অবস্থায় টাকা ও তাস দিয়ে জুয়া খেলার জুয়ার আসর হতে নগদ ৪ হাজার ৩ শত ৯০ টাকা ও বিভিন্ন রংয়ের এক বান্ডিল জুয়া খেলার তাস, জুয়া খেলার আসরে বসার একটি পুরাতন বিছানার চাদর এবং ইয়াবা সেবনের সরঞ্জামাদি যথাক্রমে ৪টি গ্যাস লাইট, ৪টি সিপি বা কর্ক, ২টি টাকা দ্বারা মোড়ানো ইয়াবা সেবনের পাইপ উদ্ধার করা হয়। এ ঘটনায় রাজবাড়ী সদর থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে শামীম এর বিরুদ্ধে পূর্বে ২ টি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।