1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. nayakontho@gmail.com : nayakontho :
  3. admin@dailynayakontho.com : unikbd :
শুক্রবার, ১৩ জুন ২০২৫, ০৭:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
রাজবাড়ীর পাংশায় পরকিয়ার জেরে গৃহবধুর আত্মহত্যা ঐক্যই আমাদের শক্তি শিবগঞ্জে সাবেক ছাত্রদল নেতাদের ঈদ পুনর্মিলনী আক্কেলপুরে জামায়াতে ইসলামীর যুব ও ওলামা বিভাগের সমাবেশ কয়রায় পঁচা মাংস বিক্রি ব্যবসায়ীকে জরিমানা ও কারাদণ্ড লামা উপজেলা পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যেগে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান পাইকগাছা থানা পুলিশের অভিযানে আটক৭ বালিয়াকান্দিতে এনডিএম-এর ঈদ পুনর্মিলনী ২০২৫ সাতকানিয়ায় বালু ব্যবসায়ীকে অপহরণের পর যৌথ বাহিনীর অভিযানে উদ্ধার রাজবাড়ীতে চুরির অপবাদ দিয়ে শিকলে বেঁধে যুবককে রাতভর নির্যাতন ও শরীরের খেঁজুরের কাটাবিদ্ধ গলাচিপার কাইয়ুম মোল্লার মৃত্যু শের-ই-বাংলা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস করেন

পুলিশ লাইন্স নতুন বাজার প্রধান সড়ক বড়পুলে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বুধবার, ২৫ অক্টোবর, ২০২৩
  • ১৮৫ বার পঠিত

পুলিশ লাইন্স নতুন বাজার প্রধান সড়ক বড়পুলে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান

রাজবাড়ী জেলা প্রতিনিধিঃ ছাব্বির হোসেন বাপ্পি,

রাজবাড়ী জেলা কার্যালয়ের বাজার তদারকি ২৫ অক্টোবর ২০২৩ তারিখ বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে ও জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মহোদয় কর্তৃক অর্পিত ক্ষমতাবলে এবং জেলা প্রশাসক, রাজবাড়ী মহোদয়ের সার্বিক নির্দেশনায় রাজবাড়ী জেলা কার্যালয় কর্তৃক রাজবাড়ী জেলার সদর উপজেলায় বিভিন্ন বাজারে তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়। তদারকি কার্যক্রম পরিচালনাকালে সদর উপজেলার পুলিশ লাইন্স নতুন বাজার, প্রধান সড়ক ও বড়পুল এলাকায় বিভিন্ন নিত্য-প্রয়োজনীয় পণ্যের দোকান, ফার্মেসী, ডিপার্টমেন্টাল স্টোর এবং খাদ‌্যপণ‌্য সামগ্রী বিক্রয়কারী প্রতিষ্ঠানসহ বাজারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে তদারকি করা হয়। তদারকি কার্যক্রম পরিচালনাকালে নির্ধারিত পণ্যের মূল্য যথাযথভাবে বিক্রয় সঠিকতা যাচাইসহ ব্যবসায়ীদের মূল্য তালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শন ও প্রতিদিন হালনাগাদকরণ এবং ক্রয় রশিদ সংরক্ষণ করার নির্দেশনা প্রদান করা হয়। এছাড়াও মেয়াদ উত্তীর্ণ পণ্য এবং অননুমোদিত ও অবৈধ পণ্য বিক্রয় না করাসহ ধার্য্যকৃত মূল্যের অধিক মূল্যে পণ্য বিক্রয় না করার বিষয়ে সংশ্লিষ্ট সকলকে সতর্ক করা হয়। উক্ত তদারকি কার্যক্রম পরিচালনাকালে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৫ ও ৫১ ধারার লঙ্ঘনজনিত বিভিন্ন অপরাধে যথাক্রমে; ০২ (দুই) টি প্রতিষ্ঠানকে প্রশাসনিক ব্যবস্থায় জরিমানা আরোপ ও আদায় করা হয়। জেলা প্রশাসন রাজবাড়ী ও জেলা চেম্বার অব্ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি কর্তৃপক্ষ এর সহায়তায় এবং পৌর স্যানিটারী ইন্সপেক্টর রাজবাড়ী সদর পৌরসভা এবং জেলা ব‌্যাটালিয়ন আনসার সদস‌্যবৃন্দ রাজবাড়ী- এর অংশগ্রহণে উপর্যুক্ত তদারকি কার্যক্রম পরিচালিত হয়েছে। জনস্বার্থে এরূপ কার্যক্রম অব্যাহত থাকবে।
প্রতিষ্ঠান বিবরণ মান্নান স্টোর পুলিশ লাইন্স নতুন বাজার, সদর উপজেলা, রাজবাড়ী) জরিমানা: ২,০০০/- (দুই হাজার) টাকা, ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫১ ধারার লঙ্ঘনজনিত অপরাধ পণ‌্য মেয়াদ উত্তীর্ণ বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ ও প্রদর্শন করার অপরাধে।
মেসার্স রাবেয়া ফার্মেসী (পুলিশ লাইন্স নতুন বাজার, সদর উপজেলা, রাজবাড়ী জরিমানা: ৩,০০০/- (তিন হাজার) টাকা, ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৫ ধারার লঙ্ঘনজনিত অপরাধ প্রতিশ্রুত পণ‌্য যথাযথভাবে বিক্রয় বা সরবরাহ না করার অপরাধে। ভোক্তার অভিযান প্রক্রিয়া দিন থাকবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
২০২৫ © সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD