পাবনা জেলার আতাইকুলা থানাধীন পুটিপাড়া আতাইকুলা জোনাল অফিস পল্লী বিদ্যুৎ সমিতি – ২ অফিস এর সামনে কাজিরহাট হতে পাবনা গামী মহাসড়কের দক্ষিণ পার্শে পাকা রাস্তার উপরে অদ্য ২৪ অক্টোবর মঙ্গলবার ৯.৪৫ মিনিটের সময় শ্যামলী পরিবহন যার রেজিঃ নংঃ-মেট্রো -ব ১১-৫১৩১ বাস তল্লাশী করে গাড়ীর ভিতরে মাঝখানে বাম পাশের একা সিটে বসা টিকিট বিহীন যাত্রীর দেহ বিধি মোতাবেক তল্লাশী করে আসামীর ডান হাতে ধরা একটি টিস্যু ব্যাগের মধ্যে অবৈধ মাদকদ্রব্য এমফিটামিনযুক্ত ৩০০০ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায় ।
এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের তথ্যমতে , গোপন সংবাদের ভিত্তিতে অদ্য ২৪/১০/২৩ তারিখে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিভাগীয় গোয়েন্দা কার্যালয় , রাজশাহী এর উপ পরিচালক মোঃ জিল্লুর রহমানের নেতৃত্বে বিভাগীয় স্টাফ সমন্বয়ে একটি রেইডিং টিম গঠন করে উক্ত রেইডিং টিমের সহযোগিতায় সরকারি গাড়িযোগে পাবনা জেলার আতাইকুলা থানাধীন পুটিপারা আতাইকুলা জোনাল অফিস পল্লী বিদ্যুৎ সমিতি -২ অফিস এর সামনে কাজিরহাট হতে পাবনাগামী মহাসড়কের দক্ষিণ পাশে পাকা রাস্তার উপরে শ্যামলী পরিবহনের গাড়িকে থামানো হয় । পরে বাসটিকে তল্লাশি করা হলে গাড়ির ভিতরে মাঝখানে বাম পাশের একা সিটে বসা টিকিটবিহীন যাত্রীর দেহ বিধি মোতাবেক তল্লাশি করে আসামির ডান
হাতে ধরা একটি টিসু ব্যাগের মধ্যে একটি পলিথিন প্যাকেটের ভিতর স্কচ টেপ দ্বারা মোড়ানো অবৈধ মাদকদ্রব্য এমফিতামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট ৩০০০ ( তিন হাজার ) পিস । যার ওজন ৩০০ গ্রাম । স্মার্ট মোবাইল ফোন ০১ টি, ও বাটন মোবাইল ফোন ০১ টি যা জব্দ করে আসামি মাদক কারবারি (১) শেখ লিটন (,৪২) , পিতা – মৃত ফজলুর রহমান মাতা — মৃত রেনু বেগম সাকিম – দোহারপারা, থানা – পাবনা সদর, জেলা – পাবনাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন , ২০১৮ সনের ৩৬ (১) ধারা মোতাবেক শাস্তিযোগ্য অপরাধ করায় আতাইকুলা, পাবনা থানায় মামলা দায়ের করা হয় ।
উপ পরিচালক জিল্লুর রহমান আরো জানান, আসামীকে প্রাথমিক জিজ্ঞাসা বাদে চক্রের অন্যান্য হোতাদের সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে, যা নিয়ে অধিকতর অনুসন্ধান পূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে। উল্লেখ্য এই চক্রের অন্যান্য হোতাদেরও নজরদারিতে রাখা হয়েছে, জড়িতদের বিরুদ্ধে যে কোন সময় অভিযান পরিচালনা করা হবে । গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নিয়ে জেল হাজতে প্রেরণে সিদ্ধান্ত প্রক্রিয়াধীন রয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিভাগীয় গোয়েন্দার কার্যালয়,রাজশাহী কর্তৃক ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।