রাজবাড়ী জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে ৩০৫ লিটার বাংলা মদসহ আটক ২ আসামী
রাজবাড়ী জেলা প্রতিনিধিঃ ছাব্বির হোসেন বাপ্পি,
রাজবাড়ী জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব, জি. এম. আবুল কালাম আজাদ স্যার এর নির্দেশনায় অদ্য ১৮-১০-২০২৩ খ্রিঃ তারিখ ২২.৪৫ ঘটিকার সময় মোঃ মনিরুজ্জামান খান, অফিসার ইনচার্জ জেলা গোয়েন্দা শাখা, রাজবাড়ী সঙ্গীয় অফিসার-ফোর্সসহ রাজবাড়ী জেলার রাজবাড়ী সদর থানাধীন পৌরসভা ০৮ নং ওয়ার্ডের অন্তর্গত ০১ নং রেল গেইট সংলগ্ন জনৈক বিল্লু রাউত(৩৫) পিতা-মোঃ মৃতঃ নন্দলাল রাউত এর বসত ঘরের ঘর হইতে আসামী ১। বিল্লু রাউথ(৩২) পিতা-মৃত নন্দনাল রাউত, মাতা-ওমা রানী দাস, ২। উত্তম ওরফে গদু (৩৫) পিতা-মৃতঃ জান্নু দাস , সাং-০১ নং রেল গেইট, থানা-রাজবাড়ী সদর, জেলা-রাজবাড়ীদ্বয়কে মোট ১৫৬ (এক শত ছাপ্পান্ন ) লিটার দেশীয় তৈরী বাংলা মদ, যাহার অবৈধ বাজার মূল্য ৭৮,০০০ টাকা /-(আটাত্তর হাজার) টাকা সহ গ্রেফতার করেন এবং একই তারিখ ২৩.৩৫ ঘটিকার সময় পার্শ্ববর্তী পলাতক আসামী আকাশ রাউত(৩২), পিতা-মৃতঃ অশোক রাউথ এর বসত ঘর হইতে ১৫৯ লিটার দেশীয় তৈরী বাংলা মদ, যার অবৈধ বাজার মূল্য ৭৯,৫০০(উন আশি হাজার পাঁচ শত) টাকা সহ সর্বমোট ৩০৫ লিটার দেশীয় তৈরী বাংলা মদ, যার অবৈধ বাজার মূল্য ১,৫২,৫০০(এক লক্ষ বাহান্ন হাজার পাঁচ শত) টাকা উদ্ধার করেন। উক্ত ঘটনার বিষয়ে রাজবাড়ী সদর থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।
আসন্ন শারদীয় দূর্গা পূজা উপলক্ষে বিক্রি করার জন্য অবৈধভাবে আসামীরা উল্লেখিত পরিমান বাংলা মদ মজুদ করেছিল বলে স্বীকার করে। এ অভিযান তাদের জন্য সতর্কবানী যারা বাঙ্গালীর বিভিন্ন পর্বন কে উপলক্ষ করে অবৈধভাবে বিক্রির জন্য বাংলা মদ মজুদ করে। উল্লেখ্য যে, ধৃত আসামী উত্তম ওরফে গদু এর নামে ০২ টি মাদক মামলা এবং বিল্লু রাউথ এর নামে ০২ টি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।
রাজবাড়ী জেলা পুলিশ সব সময় জনগনের পাশে আছে। গিয়েছি অনেক দূর, যেতে হবে বহূদূর ।